Advertisment

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, পাক গোলাবর্ষণে নিহত সেনা জওয়ান

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর শনিবার গোলাবর্ষণ করল পাক সেনা। এ ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের সংঘর্ষবিরতি চিউক্তি লঙ্ঘন পাকিস্তানের। এক্সপ্রেস ফোটো

৩৭০ ধারা বাতিল ঘিরে এমনিতেই থমথমে জম্মু-কাশ্মীর, এর মধ্যেই সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর শনিবার গোলাবর্ষণ করল পাক সেনা। এ ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। নিহত জওয়ানের নাম ল্যান্সনায়েক সন্দীপ থাপা।

Advertisment

১৫ বছর ধরে ভারতীয় সেনায় কর্মরত ছিলেন সন্দীপ। নিহত সেনা জওয়ানের বাড়ি দেরাদুনে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, "পাকিস্তান শনিবার সকাল সাড়ে ছ'টার দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণ শুরু করে। ভারতীয় সেনাদের তরফেও পাল্টা আক্রমণ শানানো হয়"। প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাঁটি এলাকায় মর্টার নিক্ষেপ করেছিল। প্রায় ৩৬ ঘণ্টা পর  নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ভারতের পাল্টা হামলায় পাকিস্তানী সেনা ঘাঁটিরও প্রচুর ক্ষতি হয়েছে।

jammu and kashmir Indian army pakistan
Advertisment