/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_0edda7.jpg)
তৎপরতা বাড়াচ্ছে নিরাপত্তাবাহিনী।
Kashmir Terror Attack: ফের রক্তাক্ত ভূস্বর্গ! মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের (Kashmir Terror Attack) ডোডা জেলায় ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত একজন অফিসার-সহ চার সেনা জওয়ান শহিদ হয়েছেন, সরকারি সূত্র জানিয়েছে।
সোমবার সন্ধ্যায় ডোডা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের ধরি গোটে উরারবাগিতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা একটি যৌথ কর্ডন এবং তল্লাশি অভিযান শুরু করলে এই এনকাউন্টার শুরু হয়, সেনা আধিকারিকরা জানিয়েছেন।
একটি সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর, উগ্রপন্থীরা পালানোর চেষ্টা করেছিল কিন্তু এক বীর সেনা অফিসারের নেতৃত্বে সাহসী জওয়ানরা তাদের তাড়া করেছিলেন, প্রতিকূল এলাকা এবং ঘন গাছের পাতা থাকা সত্ত্বেও, রাত ৯টার দিকে জঙ্গলে আরেকটি গুলির লড়াই শুরু হয়েছিল, তাঁরা জানিয়েছেন।
উপত্যকায় ফের শহিদ সেনা জওয়ান
এনকাউন্টারে পাঁচ সেনা জওয়ান গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং অফিসার সহ তাদের মধ্যে চারজন পরে মারা যান, সেনা আধিকারিকরা জানিয়েছেন