Advertisment

তুষারধসে নিখোঁজ ৭ সেনা জওয়ান, অরুণাচলে জোরকদমে চলছে উদ্ধারকাজ

এয়ারলিফ্ট করে উদ্ধারকারী দলকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Arunachal Avelanche

তুষারধসে ভারতীয় সেনার সাত জওয়ান নিখোঁজ।

অরুণাচলের কামেং প্রদেশে ভয়ঙ্কর তুষারধস। রবিবারের সেই তুষারধসে ভারতীয় সেনার সাত জওয়ান নিখোঁজ। তাঁদের উদ্ধারে নেমেছে উদ্ধারকারী দল। এমনটাই জানিয়েছে সেনা সূত্র।

Advertisment

ভারতীয় সেনা জানিয়েছে সাতজন সেনাকর্মী কামেং সেক্টরে উচ্চ পার্বত্য অঞ্চলে টহলদারি চালাচ্ছিলেন। সেই সময় তুষারধসের কবলে পড়েন তাঁরা। নিখোঁজ সেনা জওয়ানদের উদ্ধারের চেষ্টা চলছে। এয়ারলিফ্ট করে উদ্ধারকারী দলকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

সেনা সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে ভারী তুষারপাত হচ্ছে। বরফের মোটা আস্তরণে ঢেকেছে গোটা এলাকা।

উচ্চ পার্বত্য অঞ্চলে শীতের সময়ে টহলদারি বেশ ঝুঁকিপূর্ণ। এই ধরনের তুষারধস, তুষারপাতে বহুবার সেনা জওয়ানরা বিপদের মুখে পড়েন। গত ২০২০ সালের মে মাসে দুই সৈনিক টহলদার বাহিনীর সদস্য হিসাবে সিকিমে এই রকম তুষারধসের কবলে পড়ে মারা যান।

আরও পড়ুন প্রণব সাক্ষাতে ‘ঘরওয়াপসি’ নিয়ে সব প্রশ্নের উত্তরে তৈরি ছিলেন ভাগবত

গত বছর অক্টোবরে পাঁচজন নৌসেনা কর্মী ত্রিশূল পর্বতে অভিযানে গিয়ে তুষারধসের কবলে পড়েন। তাঁদের দেহাবশেষ পরে উদ্ধার হয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সংসদে সরকার জানায়, ২০১৯ সালে ছজন সেনা কর্মী সিয়াচেন হিমবাহে তুষারধসে মারা যান। এছাড়াও আরও ১১ জনের একই কারণে অন্যান্য জায়গায় মারা যান।

Avalanche Indian army Arunachal Pradesh
Advertisment