Advertisment

Jammu Kashmir Kupwara Encounter: লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহীদ এক ভারতীয় সেনা, যোগ্য জবাব দিচ্ছে বাহিনী

গতকালই দেশ জুড়ে পালিত হয়েছে কার্গিল বিজয় দিবস।

author-image
IE Bangla Web Desk
New Update
kupwara attack

সূত্র জানিয়েছে যে জঙ্গিদের প্রাথমিক বিস্ফোরণে তিন সেনা আহত হয়েছে। (প্রতিনিধিত্বমূলক ছবি/পিটিআই)

Jammu Kashmir Kupwara Encounter: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক সেনা জওয়ান। সেনা কর্মকর্তাদের মতে, শনিবার, ২৭ জুলাই সকালে সন্ত্রাসীদের হামলায় একজন মেজর পদমর্যাদার আধিকারিক এবং আরও তিনজন সেনা জওয়ান আহত হয়েছেন।

Advertisment

গোলাগুলির মধ্যে তাদের সবাইকে অপারেশন সাইট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এনকাউন্টারে এক পাকিস্তানি জঙ্গিও নিহত হয়েছে বলে খবর। সেনাবাহিনী জানিয়েছে, কুপওয়ারার মাচিল সেক্টরের কামকারি এলাকায় অবস্থিত ফরোয়ার্ড পোস্টে এই এনকাউন্টার চলছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, এনকাউন্টার চলাকালীন পাঁচ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিন দিনের মধ্যে কুপওয়ারায় এটি দ্বিতীয় এনকাউন্টার। এলাকায় জঙ্গি উপস্থিতি টের পেয়ে অভিযান চালানো হয়। সে সময়ই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পালটা জবাব দেয় বাহিনীও।

এর আগে ২৪ জুলাই কুপওয়ারার লোলাব এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে রাতভর সংঘর্ষে নিরাপত্তা বাহিনী এক জঙ্গিকে হত্যা করেছিল। গুলিতে এক ভারতীয় সেনাও শহীদ হন। সূত্রের খবর জম্মু ও কাশ্মীরের পার্বত্য জেলাগুলির উপরিভাগে প্রায় ৪০ থেকে ৫০ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী লুকিয়ে আছে, তাদের ধরতে নিরাপত্তা বাহিনীকে এই এলাকায় ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন - < Woman to death in Bengaluru: পিজিতে ঢুকে পরপর কোপ প্রাক্তন প্রেমিকাকে, তৃতীয় ব্যক্তির প্রবেশেই কী এই নারকীয় খুন? >

শনিবার সকালে কুপওয়ারা জেলায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হওয়া গুলির লড়াইয়ে এক সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার। তাদের দ্রুত শ্রীনগরে নিয়ে যাওয়া হলেও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান এখনও চলছে। গতকালই দেশ জুড়ে পালিত হয়েছে কার্গিল বিজয় দিবস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিলে তাঁর বক্তৃতায় সন্ত্রাসবাদ ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানকে কড়া নিশানা করেন। তিনি বলেন, পাকিস্তানের "দুষ্ট পরিকল্পনা কখনই সফল হবে না" এবং "শত্রুপক্ষকে শক্তিশালী জবাব দেওয়া হবে"।

মাত্র কয়েকঘন্টার মধ্যেই জঙ্গি তান্ডবে রক্তাক্ত হল উপত্যকা। সরকারী সূত্র জানিয়েছে, যে শনিবার সকালে বাহিনী কুপওয়ারার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কুমকারি পোস্টের কাছে সন্দেহভাজন জঙ্গিদের চ্যালেঞ্জ জানালে শুরু হয় এই এনকাউন্টার।

jammu and kashmir Terrorist
Advertisment