Advertisment

আকাশপথে ভারতকে রোখাই এখন বড় চ্যালেঞ্জ, আরও আধুনিক কপ্টার পাচ্ছে সেনা

চিতা এবং চেতক হেলিকপ্টারের বহর পর্যায়ক্রমে সরিয়ে ফেলার কথা বিবেচনা করছে ভারতীয় সেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
"india army, india army helicopters, india army coppers, india army new helicopters, army replacing Chetak, Chetak helicopters, Light Utility Helicopters, Indian express"

আরও আধুনিক, উন্নত সেনাবাহিনী তৈরির জন্য ভারতের পরিকল্পনার কথা জানলে চমকে যাবেন।

ভারতীয় সেনাবাহিনী চিতা ও চেতক হেলিকপ্টার ছাড়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আরও আধুনিক, উন্নত সেনাবাহিনী তৈরির জন্য ভারতের পরিকল্পনার কথা জানলে চমকে যাবেন।

Advertisment

কোনও আপৎকালীন পরিস্থিতি হোক, বিপর্যয় বা যুদ্ধ পরিস্থিতি, ভারতীয় সেনার দুই অনবদ্য হেলিকপ্টার চেতক এবং চিতা। কিন্তু এ বার ভারতীয় সেনার ২ মোস্ট ট্রাস্টেড সদস্যকে অবসর দিতে চলেছে ভারতীয় সেনা। তার প্রধান কারণ চিতা ও চেতক বয়সের ভারে ভারাক্রান্ত। তার বদলে আরও আধুনিক, লাইট ইউটিলিটি হেলিকপ্টার আনতে চলেছে ভারতীয় সেনা।

ভারতীয় সেনাবাহিনী ২০২৭ সাল থেকে চিতা এবং চেতক পুরানো হেলিকপ্টারগুলির বহর পর্যায়ক্রমে সরিয়ে ফেলার কথা বিবেচনা করছে। সেগুলির জায়গায় লাইট ইউটিলিটি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু করেছে। আর্মি অ্যাভিয়েশন কর্পসে বর্তমানে প্রায় ১৯০টি চেতক, চিতা এবং চিতল হেলিকপ্টার রয়েছে। পর্যায়ক্রমে এগুলি সরিয়ে ফেলার কথা চিন্তা করছে সেনাবাহিনী। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ৩-৪ বছরের মধ্যেই সেই কাজ শুরু করা হবে।

আগামী দিনে সেনাবাহিনী প্রায় ১০০টির মত লাইট ইউটিলিটি হেলিকপ্টার (LUH) পেতে চলেছে। তবে বাহিনী তার প্রয়োজন মেটাতে আরও কিছু হেলিকপ্টার লিজ নেওয়ার কথাও বিবেচনা করছে । সেনা সূত্রে জানা গিয়েছে, নজরদারি ও অনান্য কার্যক্রম  পরিচালনার জন্য সেনাবাহিনীর দরকার প্রায় ২৫০ লাইট ইউটিলিটি হেলিকপ্টার।

আরও পড়ুন: < বাতাসে বিষ! মানসিক চাপ, মুড সুইংয়ের কারণও দূষণ? চমকে যাওয়ার মত তথ্য প্রকাশ্যে >

এর মধ্যে ১০০টি লাইট ইউটিলিটি হেলিকপ্টার প্রাথমিক পর্যায়ে LUH হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)তৈরি করবে। বাকিগুলি আপাতত লিজ নেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় সেনা। চিতা এবং চেতক হেলিকপ্টার প্রতিস্থাপনের সময়সীমা প্রায় ১০-১২ বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে, এমনটাই সেনা সূত্রে জানা গিয়েছে।

লাইট ইউটিলিটি হেলিকপ্টার (LUH) অটো-পাইলট দিয়ে সজ্জিত করা হচ্ছে। এগুলি ২০২৪ সালের শেষ নাগাদ সরবরাহের জন্য প্রস্তুত হবে। অটো পাইলট দিয়ে LUH-এ পরীক্ষা চলছে। জানা গিয়েছে যে এর আগে LUH-এ অটো-পাইলটের ক্ষেত্রে  কিছু সমস্যা ছিল।

আরও পড়ুন: < মাত্র ৫ বছরেই ৫০০ কোটির আউটসোর্সিং! লক্ষ্মীলাভের তালিকায় শীর্ষে কোন সংস্থা? >

আর্মি অ্যাভিয়েশন কর্পসের বর্তমানে তিনটি ব্রিগেড রয়েছে - দুটি উত্তর সীমান্তে এবং একটি পশ্চিম সীমান্তে, পাশাপাশি আরেকটি ব্রিগেড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দুর্গম এলাকায়, ভারতীয় সেনাবাহিনী পয়েন্ট জিরোতে দেশ যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চিতা এবং চেতক হেলিকপ্টার ব্যবহার করে। সূত্রের খবর, আগামী তিন-চার বছরের মধ্যেই এগুলি প্রতিস্থাপন করা শুরু হবে। এগুলো তৈরি করছে HAL, LUH। এছাড়া সেনাবাহিনী কিছু হেলিকপ্টারও লিজে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আর্মি অ্যাভিয়েশনের কাছে বর্তমানে প্রায় ১৯০ টি চিতা, চেতক এবং চিতাল হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে পাঁচটির বয়স ৫০ বছরের বেশি এবং প্রায় ১৩০টি হেলিকপ্টার ৩০-৫০ বছরের পুরনো। তাদের প্রতিস্থাপনের জন্য, এইচএএল হালকা ইউটিলিটি হেলিকপ্টার তৈরি করছে।অটো পাইলট থাকার ফলে এই ইউটিলিটি হেলিকপ্টারগুলির লোড বহন ক্ষমতা বাড়বে এবং উচ্চ উচ্চতায় ওড়া আরও সহজ হবে। সেনা সূত্রের খবর, সমস্ত চিতা-চেতক প্রতিস্থাপন করতে ১০-১২ বছর সময় লাগবে।

Indian army
Advertisment