Advertisment

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা সরানোর কাজ জটিল হচ্ছে

সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে ক্রমশ জটিল হয়ে পড়ছে এই সেনা সরানোর কাজ। সেই কারণেই পুরো বিষয়টিতে সবসময় লক্ষ্য রাখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনা সেনা।

পূর্ব লাদাখ থেকে ভারত-চিন দুই দেশের সমর্থনেই শুরু হয়েছে সেনা সরানোর কাজ। কিন্তু সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে ক্রমশ জটিল হয়ে পড়ছে এই সেনা সরানোর কাজ। সেই কারণেই পুরো বিষয়টিতে সবসময় লক্ষ্য রাখা হচ্ছে।

Advertisment

সেনার তরফে এও জানান হয়েছে যে ১৪ জুলাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-এর যে বৈঠক হয় সেই মতো এই সেনা সরানোর প্রক্রিয়া চলতে থাকে। প্রথম পর্যায়ে উচ্চপদস্থ আধিকারিকেরা ঠিক করেছিলেন যে কিছু সেনা সরানো হবে এবং পরবর্তী বৈঠকের আরও বেশি সংখ্যক সেনা সরানো হবে।" সেনা সূত্রে এও জানান হয় যে, "এই সিদ্ধান্তে দু পক্ষেরই মত ছিল। যদিও জটিল তাই সবসময় নজরদারি চলছে।"

তবে ভারত-চিন সীমান্ত বৈঠক ইতিবাচক এমন আশ্বাসই দেওয়া হয়েছে ভারতীয় সেনাসূত্রে। তবে পরিস্থিতি শান্ত হতে আরও অনেক সময় লাগবে এবং কূটনৈতিক-মিলিটারি মহলে আরও বৈঠকের ও প্রয়োজন। গালওয়ান উপত্যকা থেকে সেনা সরানোর কাজ হলেও প্যানগং-এ এখনও চিনা সেনা মোতায়েন করা রয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

india china standoff
Advertisment