Advertisment

বঙ্গোপসাগরে নিখুঁত লক্ষ্যভেদ 'ব্রহ্মস' সুপারসনিক মিসাইলের

শব্দের চেয়ে বেশি দ্রুতগামী ব্রহ্মস পৃথিবীর অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ হল মঙ্গলবার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিতে আঘাত হানতে সক্ষম সংস্করণের সফল পরীক্ষা হয়েছে বঙ্গোপসাগরে। নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে বেশি দ্রুতগামী ব্রহ্মস পৃথিবীর অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র।

Advertisment

শুরুতে এর পাল্লা ছিল ২৯০ কিমি। কিন্তু সেণসময় কিছু আন্তর্জাতিক প্রযুক্তিগত বাধার কারণে এর সীমারেখা তৈরি করা হয়। ২০১৬ সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে বা এসটিসিআরের সদস্য হওয়ার পর রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় এই মিসাইলের পাল্লা বাড়িয়ে ৪৫০ কিমি করা হয়। পরমাণু বিস্ফোরক বহনে সক্ষম ব্রহ্মস রণতরী বা সুখোই-৩০ এর মতো ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। জাহাজ বিধ্বংসীকারী সংস্করণ ভারতীয় বায়ুসেনার অধীনে রয়েছে। ডিআরডিও-র তৈরি নয়া ভূমি সংস্করণের গতিবেগ ২.৮ ম্যাক (শব্দের চেয়ে ২.৮ গুণ বেশি গতিসম্পন্ন)।

আরও পড়ুন মানচিত্র বিতর্কের আবহে নেপাল সফরে বিদেশ সচিব

এদিন একটি প্রেস বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে, "২৪ নভেম্বর ১০.০৩ মিনিট নাগাদ ভারতীয় সেনা সফলভাবে ব্রহ্মস সুপারসনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল কর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ২০০ কিমি দূরে বঙ্গোপসাগরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করে। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian army Brahmos Supersonic Missile
Advertisment