/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ie-JK-main.webp)
সেনা কর্মীরা পুঞ্চ জেলায় যেখানে একটি সেনা গাড়িকে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছিল সেই জায়গার কাছে পাহারা দিচ্ছে। (পিটিআই)
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোট মহকুমার দেরা কি গালির কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিরা একটি সেনা গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে। এই হামলায় ৫ সেনার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২।
হামলার পর সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। সেনাবাহিনী এক বিবৃতিতে এই কথা জানিয়ে বলেছে, ‘সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে গত রাতে জেনারেল এরিয়া ডিকেজিতে একটি যৌথ অভিযান শুরু হয়। সেই অভিযানে যোগ দিতে আরও জওয়ানদের পাঠানো হচ্ছিল। সেই সময় জঙ্গিরা সেনার গাড়িতে হামলা চালায়। সেনাবাহিনী অন্য একটি সূত্রে খবর, সেনার একটি জিপসি এবং জওয়ান বোঝাই একটি মিনি ট্রাক সুরানকোটের বুফলিয়াজ থেকে রাজৌরির থানামান্ডির দিকে যাচ্ছিল। সেখানে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের সদর দফতর। পথেই হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনের একটি শাখা হামলার দায় স্বীকার করেছে।
এএনআই-এর মতে, রাজৌরি সেক্টরের থানামান্ডি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসবাদী হামলার পর জম্মু-রাজৌরি-পুঞ্চ হাইওয়েতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একজন সেনা আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনারাও সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ওই এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করতে যাচ্ছিলেন সেনারা।
পিটিআই- সূত্রে খবর, পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই- তৈবা (এলইটি) এর একটি শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ) এই হামলার দায় স্বীকার করেছে।কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে পাঁচ সেনা শহীদ ও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এবং মেহবুবা মুফতি পুঞ্চে হামলার তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার এক পোস্টে বলেছেন ভারতকে রক্ষা করতে সেনাদের সর্বোচ্চ আত্মত্যাগকে দেশ চিরকাল মনে রাখবে। এই কঠিন সময়ে আমি শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।