Advertisment

রাত নামতেই শোক! লাদাখে সেনা কনভয়ের দুর্ঘটনায় বেশ কয়েকজন জওয়ানের মৃত্যুর আশঙ্কা

বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Army Convoy

শনিবার সন্ধ্যায় দক্ষিণ লাদাখের নিওমার কেরেতে দুর্ঘটনাটি ঘটেছে। (ফাইল)

শনিবার সন্ধ্যায় দক্ষিণ লাদাখের নিওমার কেরেতে কনভয় খাদে পড়ে এক দুর্ঘটনায় আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কনভয় বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি কেরে শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে ঘটেছে। সেনার গাড়িটি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সময় হতভাগ্য সৈন্যরা কারু গ্যারিসন থেকে লেহ শহরের কাছে কিয়ারিতে তাঁদের গন্তব্যে যাচ্ছিলেন। ঘটনায় উদ্ধারকাজ শুরু হয়েছে। লাদাখের প্রতিরক্ষা আধিকারিক এমনটাই জানিয়েছেন।

Advertisment

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ঘটনার সময় ওই সেনার গাড়িতে ১০ জন আধিকারিক ছিলেন। সন্ধ্যা ৫টা ৪৫ থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, 'লাদাখের লেহ-এর কাছে দুর্ঘটনার জেরে ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত। জাতির জন্য ওই সেনাদের অনুকরণীয় সেবা আমরা কখনও ভুলব না। আমরা সব শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছি। আহত কর্মীদের দ্রুত ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

আরও পড়ুন- আজাদের বার্তা, বিজেপির সঙ্গে বন্ধুত্ব থেকে দূরত্ব, কোনপথে চালিয়ে যাচ্ছেন গুলাম নবি?

ঘটনাস্থলে সেনা ও পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। অনুসন্ধানের কাজে সেনা কপ্টারকে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি পাহাড়ের ঢাল বেয়েও উদ্ধারকাজ চালাচ্ছেন জওয়ানরা। রাত গভীর হওয়ার পর আলো জ্বেলে উদ্ধারকাজ চলছে। সেনা সূত্রে খবর, রবিবার দিনের আলো ফোটার পর উদ্ধারকাজে আরও গতি আনা হবে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনিতে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত বিপদসংকুল। তবে, সেনার গাড়িচালকরা অত্যন্ত দক্ষ হাতে বিপদ এড়িয়ে যান। এক্ষেত্রে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হবে বলেই সেনাবাহিনী সূত্রে খবর।

Death army jawan
Advertisment