Advertisment

জম্মুতে সেনার গাড়িতে জঙ্গি হামলা, শহিদ অন্ততপক্ষে ৫

প্রথমে গুলি, তারপর জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu terror attack

জম্মুতে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান শহিদ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এই পাঁচ সেনা জওয়ান প্রাণ হারান। ঘটনার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে 'অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা' গুলি চালায়। নর্দান কমান্ডের সদর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, 'অতিরিক্ত বৃষ্টি পড়ছিল। দৃশ্যমানতা কম ছিল। সেই সুযোগ নিয়েছিল জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জওয়ানদের গাড়িতে আগুন লেগে যায়।'

Advertisment

দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় সেনাবাহিনীর গাড়ি রাজৌরি সেক্টরের ভিম্বার গালি এবং পুঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছিল।' নিহত জওয়ানরা রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। সন্ত্রাস দমনের জন্য তাঁদের উপত্যকায় নিয়োগ করা হয়েছিল। এই জঙ্গি হামলায় বেশ কয়েকজন সেনা জওয়ান আহতও হয়েছেন। তাঁদের রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন সেনাবাহিনীর জওয়ানরা।

এই জঙ্গি হামলার কথা প্রথমে জানায়নি সেনাবাহিনী শুধু জানিয়েছিল, সেনা জওয়ানদের গাড়িতে আগুন লেগে গিয়েছে। পরে, সন্ধে ৬টা ৪৫-এর পর সত্যিটা জানা যায়। এর ঠিক আগে সন্ধ্যা ৬টা ৩৩ নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, 'পুঞ্চ জেলার (জম্মু অ্যান্ড কাশ্মীর) ট্র্যাজেডিতে মর্মাহত। সেখাানে একটি ট্রাকে আগুন লাগায় ভারতীয় সেনাবাহিনী তার সাহসী সৈন্যদের হারিয়েছে। এই দুঃখজনক সময়ে, আমি মানসিকভাবে শোকাহত পরিবারগুলোর পাশে আছি।'

আরও পড়ুন- সমলিঙ্গে বিয়ে নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের, শোরগোল ফেলে দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড

ঘটনার পর ভিম্বার গালি-পুঞ্চ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং লোকজনকে মেনধার হয়ে পুঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ২০২১ সালের অক্টোবরে, জঙ্গিরা দুটি পৃথক সংঘর্ষে ভাটা দুরিয়ান এবং দেরা কি গালির মধ্যবর্তী জঙ্গলে একজন জেসিও-সহ নয় সৈন্যকে হত্যা করেছিল। ভাটা দুরিয়া জঙ্গলে জঙ্গিদের আস্তানায় নিরাপত্তা বাহিনীকে নেতৃত্ব দিতে কোট ভালওয়াল জেল থেকে বের করে আনা একজন পাকিস্তানি কারাবন্দিও জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিল। নিরাপত্তা বাহিনী এবং পুলিশ জঙ্গল ঘিরে একমাসেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালায়। তবে, জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি।

army Terrorist jawan
Advertisment