scorecardresearch

সুপ্রিম নির্দেশে ধাক্কা উদ্ধব সরকারের, অর্ণবকে রক্ষাকবচ দিল শীর্ষ আদালত

অর্ণবকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল দেশের সর্বোচ্চ আদালত।

arnab goswami, অর্ণব গোস্বামী
অর্ণব গোস্বামী

সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেলেন অর্ণব গোস্বামী। রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস এনেছিল মহারাষ্ট্র বিধানসভা। সেই মামলায় অর্ণবকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল দেশের সর্বোচ্চ আদালত। এ মামলায় বিধানসভার সচিবকে শো-কজ নোটিস দিয়েছে শীর্ষ আদালত।

মহারাষ্ট্র বিধানসভার আনা স্বাধীকারভঙ্গের নোটিসের বিরিুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্ণব। সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ু মামলা নিয়ে সংবাদ পরিবেশন ঘিরেই অর্ণবকে নোটিস দিয়েছিল মহারাষ্ট্র বিধানসভা।

আরও পড়ুন: ঠিক জেলে নয়, স্কুলে রাত কাটালেন অর্ণব গোস্বামী

গত সেপ্টেম্বরে মহারাষ্ট্র বিধানসভায় অর্ণবের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস আনেন শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়েক। মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠ‍াকরে ও এনসিপি সভাপতি শরদ পাওয়ার সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য় করেন বলে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ করেন শিবসেনার ওই বিধায়ক। তাঁর আরও দাবি, টিভিতে বিতর্কসভায় প্রায়শই মন্ত্রী, লোকসভা ও বিধানসভার সদস্য়দের অপমান করেন অর্ণব।

এদিকে, ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চলতি সপ্তাহের বুধবার সাতসকালে অর্ণবের বাড়িতে হানা দেয় পুলিশ। তারপর তাঁকে তুলে নিয়ে যান খাঁকি উর্দিধারীরা। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। এ ঘটনায় ধৃত আরও ২ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এই সাংবাদিক।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Arnab goswami gets arrest shield from sc in maharashtra assemblys breach of privilege case