Advertisment

জরুরি অবস্থার শামিল! অর্ণবের গ্রেফতারিতে তীব্র প্রতিবাদ কেন্দ্রীয় মন্ত্রীদের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে তীব্র নিন্দা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Arnab

সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারির ঘটনায় বুধবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। বাক স্বাধীনতা তথা সংবাদমাধ্যমের অধিকার খর্ব করার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। এদিন সকাল থেকেই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা টুইট করে অর্ণবের গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, "কংগ্রেস এবং তাঁর সহযোগী দল গণতন্ত্রকে লজ্জায় ফেলেছে। রাজ্য ক্ষমতার অপব্যবহার করে রিপাবলিক টিভি এবং অর্ণব গোস্বামীর আঘাত হানা হয়েছে। এটা জরুরি অবস্থাকে মনে করাচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার আঘাতের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

Advertisment

টুইট করে ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং স্মৃতি ইরানি। জাভড়েকর এই ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন। তিনি টুইট লিখেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর এই আঘাতের তীব্র নিন্দা করছি। এভাবে সংবাদমাধ্যমের সঙ্গে ব্যববহার করা যায় না। স্মৃতি ইরানি টুইট করে লিখেছেন, যাঁরা এই বিরুদ্ধে প্রতিবাদ করবেন না তাঁরা ফ্যাসিবাদকে সমর্থন করেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ কড়া ভাষায় সমালোচনা করে টুইটে লিখেছেন, কংগ্রেস-শিবসেনার জরুরি অবস্থা চলছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালাচ্ছে তারা। নিরীহদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, দুবছর আগের আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র সিআইডি। এদিন তাঁর বাড়ি থেকে অর্ণবকে গ্রেফতার করে সিআইডি। অর্ণবের অভিযোগ, তাঁকে শারীরিক নিগ্রহ করেছে পুলিশ। ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। ২০১৮ সালে একটি আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণব গোস্বামী এবং আর দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah Prakash Javadekar Republic TV Arnab Goswami Smriti Irani
Advertisment