Advertisment

বাল্যবিবাহ নির্মূলে আসরে বিজেপি, আরও তিনহাজার গ্রেফতারির হুঙ্কার

নজির গড়াই লক্ষ্য....

author-image
IE Bangla Web Desk
New Update
assam child marriage

বাল্যবিবাহ নির্মূলে আসরে বিজেপি, আরও তিনহাজার গ্রেফতারির হুঙ্কার

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার ঘোষণা করেছেন যে রাজ্য আগামী কয়েক দিনের মধ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে তার দ্বিতীয় দফার অভিযান শুরু হতে চলেছে। তিনি বলেন, আরও ৩ হাজার জনকে বাল্যবিবাহের ঘটনায় গ্রেফতার করা হবে।

Advertisment

চলতি বছরের ফেব্রুয়ারিতে, অসম সরকার রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি অভূতপূর্ব, শাস্তিমূলক অভিযান শুরু করে। এক মাসের মধ্যে প্রায় ৩১৪১ জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যারা নাবালিকা বিয়েতে যুক্ত ছিলেন। সেই সঙ্গে পরিবারের সদস্য এবং ধর্মীয় নেতারা যারা এই বিয়েতে ইন্ধন জুগিয়েছে তাদেরও গ্রেফতার করা হয়।

রবিবার গুয়াহাটিতে বিজেপি মহিলা মোর্চার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ছয় মাস আগে, আমি বাল্যবিবাহের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ১০ দিনের মধ্যে, বাল্যবিবাহের ঘটনায় আরও ৩ হাজার জনকে গ্রেফতার করা হবে"।

পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, বাল্যবিবাহ অবিলম্বে বন্ধ করা দরকার। এমনটা যেন না হয় সেই জন্য একটা আইন করা হয়েছে, কিন্তু বারবার এমনটা যদি চলতেই থাকে, তাহলে একটা নির্দিষ্ট অংশের মেয়েরা কখনোই এগিয়ে যেতে পারবে না। এর আগে, শর্মা বলেন, বাল্যবিবাহ রোধে দ্বিতীয় দফার অভিযান চালানো হবে"। সর্বশেষ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের রেকর্ডের বিশ্লেষণে দেখা গিয়েছে গ্রেফতার হওয়া মানুষের মধ্যে ৬২.২৪ শতাংশ মুসলিম সম্প্রদায়ের, বাকিরা হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের লোক।

তিনি বলেন, “ কিছু মানুষ আমাকে মুসলিম বিরোধী বলে উল্লেখ করেন। কিন্তু আমি মনে করি যে তিন তালাক, বহুবিবাহ এবং বাল্যবিবাহের অবসান ঘটিয়ে আমরা মুসলিম সমাজের জন্য যা করেছি,  কংগ্রেসের কোন সরকার কখনও এমন কাজ করেনি। আমরা চাই মহিলাদের নিপীড়নের হাত থেকে রক্ষা করতে। শেষ অভিযানের পর শর্মা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে সরকার ২০২৬ সালের মধ্যে অসমে বাল্যবিবাহ "সম্পূর্ণ নির্মূল" করার জন্য কাজ করছে।

bjp Assam Himanta Biswa Sarma
Advertisment