৩৭১ ধারায় হাত দেবে না সরকার: অমিত শাহ

৩৭১ ধারা বাতিল নিয়ে শঙ্কার বাতাবরণ তৈরি হয় সরকার ৩৭০ ধারার আওতায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে।

৩৭১ ধারা বাতিল নিয়ে শঙ্কার বাতাবরণ তৈরি হয় সরকার ৩৭০ ধারার আওতায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।

সংবিধানের ৩৭১ নং ধারা বদল করবে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। রবিবার এ কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

গুয়াহাটিতে নর্থ ইস্ট কাউন্সিলের ৬৮ তম প্লেনারি সেশনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন ৩৭০ ধারা প্রকৃতিগতভাবে ছিল অস্থায়ী, অন্যদিকে ৩৭১ ধারার মাধ্যমে উত্তর পূর্বের রাজ্যগুলির প্রতি বিশেষ ব্যবস্থার সংস্থান রাখা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই অমিত শাহকে উদ্ধৃত করেছে। "কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর উত্তর পূর্বের মানুষকে ভুল তথ্য দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ৩৭১ ধারাও বাতিল করে দেবে কেন্দ্র।"

Advertisment

অমিত শাহ বলেন, "আমি এ কথা সংসদেও বলেছি, এখন এখানে উত্তর পূর্বের আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনেও বলছি যে কেন্দ্র ৩৭১ নং অনুচ্ছেদ ছোঁবে না।"

৩৭১ ধারা বাতিল নিয়ে শঙ্কার বাতাবরণ তৈরি হয় সরকার ৩৭০ ধারার আওতায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকেই ভারতের সংবিধানের অংশ হয়ে রয়েছে ৩৭০ ধারা এবং ৩৭১ ধারা। তবে ৩৭১ এ থেকে এইচ এবং ৩৭১ জে ধারা পরবর্তীতে ৩৬৮ নং অনুচ্ছেদের আওতায় সংশোধনী বলে গৃহীত হয়েছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ প্রয়োজনে সংবিধান সংশোধন করতে পারে।

Read the Full Story in English

Assam Article 370