Arun Jaitley dead: ‘‘একজন মূল্যবান বন্ধুকে হারালাম’’, অরুণ জেটলির প্রয়াণে এ ভাষাতেই নিজের শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি। এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশ থেকে জেটলির স্ত্রী ও পুত্রের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। টুইটারে মোদী লিখেছেন, ‘‘অরুণ জেটলি ছিলেন রাজনৈতিক মহীরূহ। আইন দুনিয়ায় নক্ষত্র ছিলেন। সুবক্তা ছিলেন। ওঁর দারুণ রসবোধ ছিল, যা সহজেই সাধারণ মানুষকে মুগ্ধ করত। ওঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত’’।
Arun Jaitley Ji was a political giant, towering intellectual and legal luminary. He was an articulate leader who made a lasting contribution to India. His passing away is very saddening. Spoke to his wife Sangeeta Ji as well as son Rohan, and expressed condolences. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 24, 2019
আরও পড়ুন: Arun Jaitley dead LIVE Updates: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির জীবনাবসান
Deeply anguished by the demise of my friend and an extremely valued colleague Shri Arun Jaitley ji. He was a proficient lawyer by profession and an efficient politician by passion.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2019
अरुण जेटली जी के निधन से अत्यंत दुःखी हूँ, जेटली जी का जाना मेरे लिये एक व्यक्तिगत क्षति है।
उनके रूप में मैंने न सिर्फ संगठन का एक वरिष्ठ नेता खोया है बल्कि परिवार का एक ऐसा अभिन्न सदस्य भी खोया है जिनका साथ और मार्गदर्शन मुझे वर्षो तक प्राप्त होता रहा।
— Amit Shah (@AmitShah) August 24, 2019
মোদীর মতো জেটলিকে হারিয়ে শোকাহত অমিত শাহ, রাজনাথ সিংও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন, ‘‘আমার কাছে ওঁর মৃত্যু ব্যক্তিগত ক্ষতি। শুধুমাত্র একজন দলের শীর্ষ নেতাকে হারালাম তা নয়, পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্যকে হারালাম’’। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেছেন, ‘‘বন্ধুর প্রয়াণে গভীরভাবে শোকাহত’’। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী লিখেছেন, ‘‘আমার মেন্টর, বন্ধু, নেতা অরুণ জেটলি আর নেই। এই ক্ষতি পূরণ করা যাবে না’’।
আরও পড়ুন: বিদায় জেটলি…বিরল ছবিতে ফিরে দেখা প্রাক্তন অর্থমন্ত্রীর জীবন
My mentor,friend ,leader,Arun Jaitley is no more .A loss which can never be https://t.co/UUruXQnVI0.
— Sushil Kumar Modi (@SushilModi) August 24, 2019
Shri Arun Jaitley possessed a unique ability of discharging the most onerous responsibility with poise, passion and studied understanding.
His passing leaves a huge void in our public life and our intellectual ecosystem. Condolences to his family and associates #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 24, 2019
দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, ‘‘উনি পোড়খাওয়া সাংসদ ছিলেন। দারুণ আইনজীবী ছিলেন উনি। ওঁর প্রয়াণে শোকাহত’’।
Extremely saddened at the passing away of Arun Jaitley Ji, after a battle bravely borne. An outstanding Parliamentarian & a brilliant lawyer, appreciated across parties. His contribution to Indian polity will be remembered. My condolences to his wife, children, friends & admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2019
Congress President Smt. Sonia Gandhi shares a condolence message for Shri Arun Jaitley. pic.twitter.com/19sEA2900u
— Congress (@INCIndia) August 24, 2019
জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লিখেছেন, ‘‘গভীরভাবে শোকাহত। উনি অসাধারণ সাংসদ ও দুর্দান্ত আইনজীবী ছিলেন। ভারতীয় রাজনীতিতে ওঁর অবদান চিরস্মরণীয় থাকবে’’। ‘‘অরুণ জেটলির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ওঁর পরিবারকে সমবেদনা’’, টুইট কংগ্রেসের।
ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘অরুণ জেটলির প্রয়াণে গভীরভাবে শোকাহত। জনমানসে ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’’।