অরুণ জেটলির শারীরিক অবস্থার অবনতি

ক’দিন আগেই জানা গিয়েছিল, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা সংকটজনক। গত মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অরুণ জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ক’দিন আগেই জানা গিয়েছিল, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা সংকটজনক। গত মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অরুণ জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Arun Jaitley’s condition critical, অরুণ জেটলির অবস্থা সংকটজনক, সংকটজনক জেটলি, সংকটজনক অরুণ জেটলি, Arun Jaitley, অরুণ জেটলি, Former Union finance minister, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, jaitley, জেটলি, Arun Jaitley news, অরুণ জেটলির খবর, Arun Jaitley latest news, অরুণ জেটলির লেটেস্ট খবর

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে শুক্রবার। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে বলে খবর সংবাদসংস্থা পিটিআইয়ের। গত ৯ অগাস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন জেটলি। ক’দিন আগেই জানা গিয়েছিল, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা সংকটজনক। গত মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অরুণ জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে, ১০ অগাস্টের পর থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আর কোনও বুলেটিন প্রকাশ করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisment

শুক্রবার অরুণ জেটলিকে হাসপাতালে দেখতে যান উমাভারতী। এর আগে গত সোমবার জেটলিকে দেখতে হাসপাতালে যান বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, দিল্লির উপ-রাজ্যপাল অনীল বাইজল ও বিজেপি বিধায়ক মানেকা গান্ধী। এর আগে জেটলিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, আরএসএস প্রধান মোহন ভাগবত, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা।

আরও পড়ুন: ইডি মামলায় সোমবার পর্যন্ত চিদাম্বরমকে সুরক্ষাকবচ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, এর আগে গত মে মাসেও এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় জেটলির। সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থমন্ত্রকের দায়িত্ব নেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি। তাঁর পরিবর্তে বাজেট পেশ করেন পীযূষ গোয়েল। শারীরিক অসুস্থতার জেরেই এবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। মন্ত্রীত্ব থেকেই অব্যাহতি নেন তিনি।

Advertisment

Read the full story in English

national news