প্রধানমন্ত্রী মোদীর সফরের পর থেকে অরুনাচলে উত্তেজনা, চিনের বিস্ফোরক দাবি ঘিরে তুঙ্গে চর্চা। অরুণাচল প্রদেশকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে ফের দাবি করল চিন।
চিন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরে আপত্তি জানিয়েছিল এবং চিনা সেনাবাহিনী অরুণাচল প্রদেশকে চিনের অবিচ্ছেদ্য অংশ বলে বর্ণনা করেছে। চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ঝ্যাং শিয়াগ্যাং বলেছেন 'শিঝাং (তিব্বতের চিনা নাম) চিনের সহজাত অংশ। এবং তথাকথিত অরুণাচলকে বেজিং স্বীকৃতি দেয় না। ভারত বেআইনি ভাবে ওই এলাকা কবজা করে রেখেছে।'
সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, চিনের সরকারি মিডিয়া বেইজিংকে উদ্ধৃত করে বলেছে চিন কখনই অরুণাচল প্রদেশের উপর ভারতের অধিকার স্বীকার করে না এবং এর তীব্র বিরোধিতা করে। শুক্রবার (১৫ মার্চ) চিনা প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে পোস্ট করা একটি প্রতিবেদন অনুসারে, অরুণাচল প্রদেশের সেলা টানেলের মাধ্যমে ভারত তার সামরিক প্রস্তুতি বাড়ানোর প্রতিক্রিয়ায় এই বিবৃতি দিয়েছে চিন।
চিন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে এবং রাজ্যে ভারতীয় নেতাদের নিয়মিত সফরে আপত্তি জানিয়ে আসছে। অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি বারবার প্রত্যাখ্যান করেছে ভারত। ভারত বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারত এই অঞ্চলের জন্য একটি নতুন নাম তৈরি করার জন্য চিনের পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে সত্যের কোন পরিবর্তন হয়নি।
ভারত বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী মোদী ৯ মার্চ অরুণাচল প্রদেশে গিয়েছিলেন এবং সেখানে তিনি ৮২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেলা টানেলের উদ্বোধন করেছিলেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই টানেলের মাধ্যমে সারা বছরই এলএসিতে যান চলাচল অব্যাহত থাকবে। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত কৃত্রিম টানেল।