"স্বাধীনতার পর থেকে ভারত হিন্দু রাষ্ট্র হিসেবেই নিজেকে তুলে ধরেছে, কিন্তু সেই ভাবনাকে বৈধতা দিচ্ছে মোদী সরকার", লেখক-সমাজকর্মী অরুন্ধতী এমনটাই বললেন। শুক্রবার এক সেমিনারে মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন অরুন্ধতী।
সেমিনারে শ্রীমতী রায়কে প্রশ্ন করা হয়েছিল সেনা এবং পুলিশের বদলে যাওয়া ভূমিকা নিয়ে। জবাবে তিনি বলেন, "বস্তারে পুলিশ সেনার ভূমিকা নিয়েছে। আবার জম্মু কাশ্মীরে সেনা পুলিশের ভূমিকা নিচ্ছে। জম্মু-কাশ্মীরে সেনা ট্রাফিক সামলাচ্ছেন, এরকম ঘটনাও দেখে থাকতে পারে মানুষ। অন্যদিকে বস্তারে আদিবাসীদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছে পুলিশ"।
ভীমা কোঁরেগাও কাণ্ড নিয়েও এ দিন মুখ খোলেন 'আ গড অব স্মল থিংস'-এর লেখক। এলগার পরিষদ কাণ্ডে ৬জন সমাজকর্মীকে গ্রেফতার করার সিদ্ধান্তকে 'ভুল' বলেছেন তিনি। "সরকার কোনও বিরোধিতাই সহ্য করতে পারছে না। বিরুদ্ধে বললেই জেলে পাঠানো হচ্ছে। আগামী এক বছরের মধ্যে সমস্ত বিরোধীকে জেলে পাঠানো হবে, যাতে সরকারের বিরুদ্ধে মুখ খোলারও আর কেউ না থাকে"।
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে অরুন্ধতী বললেন, "সম্প্রতি আমি এক খনি পরিদর্শন করতে গেছিলাম, দেখলাম, অধিকাংশ জিনিসই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত। হাসপাতালে রোবটরা কাজ করছে, ফোনে কথাও বলছে তারা। এই প্রযুক্তি ব্যবহার করলে ভবিষ্যতে কোনও কর্মীর প্রয়োজন থাকবে না। আমাদের মতো লেখক কবিদেরও আর কোনো প্রয়োজন থাকবে না সমাজে। আর কিছুই না, শুধুমাত্র এমন একটা পৃথিবী গড়ার কথা ভাবা হচ্ছে, যেখানে মানব কর্মীর দরকার হবে না। এই যে এখন আমরা কর্মীদের অধিকারের জন্য লড়ে চলছি, এই লড়াইটাকে চাপা দেওয়ারই প্রচেষ্টা চলছে"।
Read the full story in English