ফের আদালত থেকে বড় ধাক্কা খেলেন কে কবিতা। দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার গ্রেফতার হন কেসিআর কন্যা। আজ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত থেকে বড় ধাক্কা পেয়েছেন কবিতা। সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সিবিআইয়ের দাবি মঞ্জুর করেছে। কবিতাকে ২৩ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিআরএস নেতা কে. কবিতাকে সোমবার রাউজ অ্যাভিনিউ আদালতে আনা হয়। কবিতার অভিযোগ, 'সিবিআই বারবার তাঁকে একই প্রশ্ন করছে। এর আগে শুক্রবার কবিতাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিন বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আগে আদালতে কে. কবিতা বলেন, 'এটা সিবিআই হেফাজত নয়, এটা বিজেপির হেফাজত'। পাশাপাশি সিবিআই বারবার একই প্রশ্ন করছে বলে অভিযোগ করেন তিনি। দিল্লির কথিত আফগারি কেলেঙ্কারি মামলায়, সিবিআই কে কবিতাকে ৬ এপ্রিল গ্রেফতার করে। এরপর থেকে তিহার জেলে বন্দী হয়েছেন কেসিআর কন্যা।
কে কবিতাকে রাউজ এভিনিউ আদালত ২৩ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। সিবিআই কে. কবিতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর জন্য আদালতের কাছে দাবি করেছিল, কিন্তু আদালত তাকে মাত্র ৯ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।