Advertisment

Delhi HC On Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রীকে বড় ধাক্কা, শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেজরিওয়ালের জামিন স্থগিত করল হাইকোর্ট

কেজরিওয়ালের জামিন নিয়ে কী বলল ইডি?

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Breaking News Live: Enforcement Directorate (ED) to move High Court against CM Arvind Kejriwal's bail

দিল্লি ব্রেকিং নিউজ আপডেট: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে হাইকোর্টে যাবে। (এক্সপ্রেস আর্কাইভস)

Delhi HC On Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রীকে ধাক্কা, শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেজরিওয়ালের জামিন স্থগিত করল হাইকোর্ট।

Advertisment

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেছে ইডি। তিহার জেল থেকে কেজরিওয়ালের মুক্তির আগেই দিল্লি হাইকোর্টে আবেদন জানায় ইডি। এখন দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে।  হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইডির আবেদনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের জামিন স্থগিত থাকবে। মদনীতি কেলেঙ্কারিতে কেজরিওয়ালের জড়িত থাকার অভিযোগ তদন্তকারী সংস্থা হাইকোর্টের কাছে অবিলম্বে শুনানির দাবি করেছিল। গতকাল অর্থাৎ ২০ জুন গভীর সন্ধ্যায়, রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে। জামিনের পরেই, ইডি সেই আবেদন চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিল।

কেজরিওয়ালের জামিন নিয়ে কী বলল ইডি?

দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে দায়ের করা আবেদনে ইডি বলেছে যে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন এই মামলাকে প্রভাবিত করতে পারে। ED দিল্লি হাইকোর্টকে অবিলম্বে কেজরিওয়ালের জামিন স্থগিতের অনুরোধ জানায়। ইডি-র পক্ষে উপস্থিত অ্যাডভোকেট এসভি রাজু জানান, গত রাত ৮টায় জামিনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এমনকি আদেশটি আপলোড করা হয়নি বা আমাদের জামিন চ্যালেঞ্জ করার ন্যায্য সুযোগ দেওয়া হয়নি।

আরও পড়ুন : < Job Scam: চাকরি দুর্নীতি: এবার ডাকাবুকো TMC বিধায়ককে CBI তলব >

তিন মাস আগে, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত একটি 'মানি লন্ডারিং' মামলায় কেজরিওয়ালকে  গ্রেফতার করে ইডি। এই মামলার তদন্ত আলাদাভাবে করছে সিবিআই। কেজরিওয়াল লোকসভা নির্বাচনে প্রচারের জন্য অন্তর্বর্তী জামিনে গত মাসে জেল থেকে মুক্তি পান এবং ২রা জুন তিনি তিহাড় জেরে আত্মসমর্পণ করেছিলেন।

Arvind Kejriwal Delhi High Court ED
Advertisment