scorecardresearch

গুজরাট নির্বাচনকেই পাখির চোখ করতে চাইছে আপ, ২ দিনের সফরে রাজ্যে কেজরিওয়াল

কেজরিওয়ালের সঙ্গে এই সফরে যাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

Arvind Kejriwal, Bhagwant Mann, Kejriwal gujarat visit, Bhagwant mann gujarat visit, Gujarat assembly election, AAP Gujarat
গুজরাট বিধানসভা নির্বাচনের আগে আরও একবার দু’দিনের গুজরাট সফরে যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গুজরাট বিধানসভা নির্বাচনের আগে আরও একবার দু’দিনের গুজরাট সফরে যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে এই সফরে যাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বিধান সভা নির্বাচনের আগে আদিবাসী ভোটারদের মন জয় করতেই দু’দিনের এই সফর। এর পাশাপাশি আসন্ন বিধান সভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলীয় নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করার কথা কেজরিওয়ালের। 

আম আদমি পার্টি (এএপি) রাজ্যের সাধারণ সম্পাদক মনোজ সোরাথিয়া জানিয়েছেন যে শনিবার দুই আপ নেতাই আদিবাসী অধ্যুষিত দাহোদ জেলায় একটি জনসভায় ভাষণ দেবেন। এর পর ভাদোদরা শহরে ‘তিরাঙ্গা যাত্রায়’ অংশ নেবেন। সোরাথিয়া জানান, ‘রবিবার কেজরিওয়াল এবং মান আদিবাসী অধ্যুষিত ভালসাদ জেলার ধরমপুরে এবং তারপরে সুরাটের কাদোদরায় একটি জনসভায় ভাষণ দেবেন। 

চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন

সোরাথিয়া বলেছেন যে এই দু’দিনে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনের একটি রণকৌশল তৈরি করতে রাজ্যের একাধিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত গুজরাটে বিধানসভা নির্বাচন এই বছরের শেষের দিকে হওয়ার কথা।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Arvind kejriwal bhagwant mann on 2 day gujarat visit from today