বারে বারে কেন্দ্রীয় এজেন্সির সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির একটি আদালত কেজরিওয়ালকে ১৬ মার্চ হাজিরার নির্দেশ দিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিমধ্যেই সমন এড়িয়ে যাওয়ার বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
বুধবার ইডি দ্বিতীয়বারের মতো দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছে। টানা আটবার ইডির তলবে সাড়া না দেওয়ায় আদালতে অভিযোগ দায়ের করেছে ইডি। দিল্লির কথিত আফগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে আটটি সমন জারি করেছে ইডি। প্রতিবারই ইডির সমনকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে উল্লেখ করেছেন তিনি।
কেজরিওয়াল সম্প্রতি ইডিকে চিঠি দিয়ে বলেছিলেন যে তিনি কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ১২ মার্চের পরে একটি তারিখ চেয়ে কেজরিওয়াল কেন্দ্রীয় এজেন্সিকে জানিয়েছেন যে তিনি ভিডিও-কনফারেন্সের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেবেন।
এর আগে, ৩ রা ফেব্রুয়ারি, কেজরিওয়াল পঞ্চমবারের জন্য তার সমন এড়িয়ে যাওয়ার পরে, ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করেছিল। আদালত তখন কেজরিওয়ালকে ১৭ ফেব্রুয়ারি হাজির হতে বলেছিল। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেজরিওয়াল ওই তারিখে আদালতে সওয়াল জবাবে হাজির থেকে বলেছিলেন যে তিনি বিধানসভায় আস্থা প্রস্তাব এবং বাজেট অধিবেশনের কারণে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না।
এবার নতুন সমস্যায় পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মদ কেলেঙ্কারির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দায়ের করা দ্বিতীয় অভিযোগে ১৬ মার্চ কেজরিওয়ালকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। এখন পর্যন্ত ইডি AAP নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং, কমিউনিকেশন ইনচার্জ বিজয় নায়ার এবং কিছু মদ ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে।