‘মানুষের সমাধির উপর আধুনিক দিল্লি গড়ে উঠতে পারে না’, দিল্লিতে হিংসার ঘটনায় একথা বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে অশান্তির ঘটনায় মৃত্যুমিছিল অব্যাহত। এই প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিন্দুরা নিহত হয়েছে, মুসলিমরা নিহত হয়েছে, পুলিশ নিহত হয়েছে, দাঙ্গায় কার লাভ হল?’’ অন্যদিকে, হিংসার ঘটনায় নিহত দিল্লি পুলিশের কনস্টেবল রতন লালের পরিবারকে ১ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন কেজরি।
দিল্লিতে হিংসার ঘটনা প্রসঙ্গে কেজরিওয়াল আরও বলেন, ‘‘দিল্লিবাসী হিংসা চান না। আম আদমি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কয়েকজন সমাজবিরোধী, রাজনৈতিক ব্যক্তি জড়িত। দিল্লির হিন্দু-মুসলিমরা কখনই এসব চান না’’। একইসঙ্গে সব ধর্মের মানুষের কাছে আর্জির সুরে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ ধরনের ঘৃণার রাজনীতি বর্জন করতে সব ধর্মের মানুষ এগিয়ে আসুন। আমরা ঘৃণা ও দাঙ্গার রাজনীতি বরদাস্ত করব না’’। দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর সরকার যে দিন-রাত এক করে কাজ করছে সেকথাও এদিন বলেন কেজরি।
আরও পড়ুন: দিল্লি হিংসার বলি ২৭, ‘রাজধানীতে আরেকটা ৮৪’র দাঙ্গা হতে দিতে পারি না’
উল্লেখ্য, দিল্লিতে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জখমদের সংখ্যা আড়াইশোরও বেশি। অন্যদিকে, হিংসার ঘটনায় ১০৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। উত্তর-পূর্ব দিল্লির আক্রান্ত এলাকা ঘুরে ডোভাল বলেন, ‘‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। পুলিশ তার কাজ করছে’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন