মাত্র কয়েকমুহূর্তের জন্য স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিসোদিয়ার। আবেগময় ছবি শেয়ার করলেন কেজরিওয়াল।
দিল্লির কথিত মদ নীতি কেলেঙ্কারির দায়ে জেলবন্দি থাকা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। শনিবার আদালত তাকে তাঁর স্ত্রী সীমার সঙ্গে দেখা করার অনুমতি দেয়। সীমা সিসোদিয়া বর্তমানে অসুস্থ। মণীশ সিসোদিয়া দিল্লিতে তাঁর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। দিল্লির একটি আদালত নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে মণীশ সিসোদিয়াকে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে তার স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল।
সিসোদিয়া শনিবার সকাল ১০টায় পুলিশ ভ্যানে করে মথুরা রোডে তাঁর বাড়িতে পৌঁছান। সঙ্গে ছিল কড়া নিরাপত্তাব্যাবস্থা। সাক্ষাত শেষে ফের কারাগারে ফিরে আসেন সিসোদিয়া। এদিকে জেল থেকে বাড়ি ফিরে অসুস্থ স্ত্রী সীমাকে দেখেই নিজের আবেগ দূরে সরিয়ে রাখতে পারেননি সিসোদিয়া। স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই আবেগঘন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে কেজরিওয়াল বলেছেন, এই মুহূর্তটি খুবই বেদনাদায়ক। শিক্ষা নিয়ে দেশের দরিদ্র শিশুদের যিনি আশা দিয়েছিলেন তার প্রতি অবিচার করা হচ্ছে না? এই প্রশ্নও তুলেছেন কেজরিওয়াল।
এদিন অবশ্য আদালতের নির্দেশ অনুযায়ী সিসোদিয়া মিডিয়ার সঙ্গে মতবিনিময় করেননি। আদালত এর আগে জুন মাসে সিসোদিয়াকে তার স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল। সিসোদিয়ার স্ত্রী গুরুতর অসুস্থ। হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সীমা হাসপাতালে ভর্তি থাকায় স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি মনীশ সিসোদিয়া।