দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলায় ফের ইডি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে। দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় এটা কেজরিওয়ালের চতুর্থ সমন। এর আগে গত ৩রা জানুয়ারি অরবিন্দ কেজরিওয়াল ইডির সমন এড়িয়ে নিশানা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেজরিওয়াল দাবি করেন যে ED-এর তরফে যে সমন জারি করা হয়েছে তা বেআইনি এবং একমাত্র লক্ষ্য তাকে গ্রেফতার করা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চতুর্থবারের মতো জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাকে ১৮ জানুয়ারি তদন্ত সংস্থার সামনে হাজি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী তিন বার ইডি দফতরে হাজিরা এড়ান।
গত বছরের ২রা নভেম্বর এবং ২১শে ডিসেম্বরের আগের দুটি সমনও এড়িয়ে যান কেজরিওয়াল। AAP সুপ্রিমো সেই সমনগুলিকেও “অবৈধ” এবং “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছিলেন।
কেজরিওয়ালকে ইডি তলব করার পর থেকে আপ দাবি করেছে তাকে গ্রেফতার করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে তার পদত্যাগ করা উচিত নাকি জেল থেকে সরকার পরিচালনা করা উচিত তা নিয়ে জনমত জানতে ‘ম্যায় ভি কেজরিওয়াল’ নামে একটি প্রচার চালাচ্ছেন দলের নেতারা। দিল্লি আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের সহকর্মী মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং ইতিমধ্যেই জেলে রয়েছেন।