Advertisment

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে চূড়ান্ত জল্পনা...দলের রাশ কার হাতে?

সিবিআইয়ের পর ইডির নজরে কেজরিওয়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
"Arvind Kejriwal, Arvind Kejriwal excise policy scam, Arvind Kejriwal Delhi liquor policy, Arvind Kejriwal Enforcement Directorate, Arvind Kejriwal to appear before ED, Delhi Chief Minister Arvind Kejriwal, Arvind Kejriwal ED summons in Delhi liquor policy case, Arvind Kejriwal ED summons in excise policy scam case,",

কেজরিওয়ালকে গ্রেফতারি নিয়ে চূড়ান্ত জল্পনা.. দলের রাশ কার হাতে?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলব করেছে। ইডির তলব ঘিরে ক্ষুব্ধ আপ নেতা রাঘব চাড্ডা আবার কেন্দ্রকে নিশানা করেছেন। আম আদমি পার্টি (আপ) কেজরিওয়ালের সমনের পর থেকে প্রতিটি পরিস্থিতির জন্য দলকে প্রস্তুত থাকতে বলেছে। তবে আজ যদি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়, তাহলে দলের নেতৃত্বে কে দেবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে আপের তরফে জানানো হয়নি।

Advertisment

এর আগে বুধবার, AAP রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা, দলের সদর দফতরে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে কেন্দ্রের বিজেপি সরকার 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে রাখার পরিকল্পনা করেছে। চাড্ডা বলেছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলি প্রথমে কেজরিওয়ালকে গ্রেফতার করবে এবং তারপরে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সহ অন্যান্য মুখ্যমন্ত্রীদেরও জেলে পাঠানোর প্ল্যানিং সারতে ব্যস্ত।  

রাঘব চাড্ডা ছাড়াও, দিল্লির মন্ত্রী অতীশি এবং সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন যে বিজেপি কেজরিওয়ালকে গ্রেফতারের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সংস্থা।  কারণ তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার তীব্র আক্রমণ শানিয়েছেন।  এদিকে কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে তার জায়গায় কে দলকে নেতৃত্ব দেবেন তা নিয়ে দলের অন্দরে চলছে জোর জল্পনা। নাম প্রকাশ না করার শর্তে দলের এক নেতা বলেন, কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে দলের সিনিয়র নেতারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আপের এক সিনিয়াত নেতা বলেছেন যে যেহেতু মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন  এবং সঞ্জয় সিং সহ সিনিয়র দলের নেতারা ইতিমধ্যেই জেলবন্দী। তিনি আরও দাবি করেছেন যে বিজেপি AAP-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার জেরে ভীত হয়ে পড়েছে। তাই একের পর এক আপ নেতাকে টার্গেট করা হচ্ছে।  

দিল্লির কথিত মদ কেলেঙ্কারির ঘটনায় ইডি কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার কয়েকদিন পরে দলের তরফে এই ধরণের মন্তব্যগুলি সামনে এসেছে।  যেখানে AAP নেতা সিসোদিয়া এবং সঞ্জয় সিং ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। কথিত মদ কেলেঙ্কারিতে প্রথমবার কেজরিওয়ালকে তলব করেছে ইডি। এই বছরের এপ্রিলে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর আগে একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।

ED Kejriwal
Advertisment