Advertisment

কেজরি কন্যাকে অপহরণের হুমকি!

কেজরি কন্যাকে অপহরণ করার হুমকি ই-মেল এসেছে দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। যে ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের সাইবার সেল।

author-image
IE Bangla Web Desk
New Update
kejriwal, কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুখ্যমন্ত্রীর মেয়েকে কিনা অপহরণের হুমকি! হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে এবার রাজধানীতে। অরবিন্দ কেজরিওয়ালের মেয়েকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কেজরি কন্যাকে অপহরণ করার হুমকি ই-মেল এসেছে দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। যে ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের সাইবার সেল।

Advertisment

এ প্রসঙ্গে দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দফতরে একটি ই-মেল আসে। যেখানে লেখা রয়েছে, ‘‘আমরা আপনার মেয়েকে অপহরণ করব। ওঁকে রক্ষার জন্য যা খুশি করুন।’’ হুমকি ই-মেল পাওয়ার পরই পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ই-মেল পাওয়ার পরই গোটা বিষয়টি সাইবার সেলকে খতিয়ে দেখার নির্দেশ দেন কমিশনার। একইসঙ্গে অবিলম্বে এ ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। সেইমতো এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রীর মেয়ের নিরাপত্তার স্বার্থে এক প্রোটেক্টিভ সার্ভিস অফিসারকে(পিএসও) মোতায়েন করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন, লঙ্কার গুঁড়োর পর তাজা বুলেট! শোরগোল কেজরির ঘরে

কে বা কারা এই হুমকি ই-মেল পাঠালো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। ই-মেল পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রীর দফতর তা দিল্লি পুলিশে পাঠায়। এখনও এ ঘটনায় কারা জড়িত, সে ব্যাপারে দিল্লি পুলিশের তরফে তাঁদের কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন দিল্লি সরকারের মুখপাত্র।

উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও কেজরিওয়ালের মেয়েকে ‘টার্গেট’ করা হয়েছে। ২০১৪ সালে ফেসবুকে কেজরি কন্যাকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছিল। পাশাপাশি বারবার বিপত্তির মুখোমুখি হতে হয়েছে আপ প্রধানকে। বেশ কয়েকদিন আগে দিল্লি সচিবালয়ে কেজরির মুখে লঙ্কার গুঁড়ো ছোড়ার ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছিল রাজধানীতে।

Read the full story in English

national news Arvind Kejriwal
Advertisment