Advertisment

আইবি, 'র' পেল দুই নতুন প্রধান

খবরে প্রকাশ, ১৯৮৪ ব্যাচের আসাম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার অরবিন্দ কুমারের পূর্বসূরি রাজীব জৈনের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
intelligence bureau RAW chief

সামন্ত গোয়েল

ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) নতুন ডিরেক্টর মনোনীত হলেন অভিজ্ঞ আইপিএস অফিসার অরবিন্দ কুমার। পাশাপাশি ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (আরএডবলু বা 'র')-এর প্রধান হচ্ছেন সামন্ত গোয়েল। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে।

Advertisment

১৯৮৪ ব্যাচের আসাম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার কুমারের পূর্বসূরি রাজীব জৈনের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জুন।

ওই একই ব্যাচের অফিসার সামন্ত গোয়েল এর আগে 'র'-এর কার্যনির্বাহী প্রধান ছিলেন, এবং ফেব্রুয়ারি ২০১৯-এর বালাকোট হামলার মূল পরিকল্পনার দায়িত্বে ছিলেন বলে সূত্রের খবর। এ ছাড়াও পাঞ্জাব ক্যাডারের এই অফিসার ২০১৬ সালে উরি হামলার পরবর্তী সারজিক্যাল স্ট্রাইকের প্ল্যানও তৈরি করে দিয়েছিলেন বলেও জানা যায়। তাঁর পদে এর আগে ছিলেন অনিল ধসমানা, যাঁর মেয়াদও শেষ হচ্ছে ২৯ জুন।

Advertisment