Advertisment

গ্রামের স্কুলে ছাত্র ধরে রাখার মরিয়া চেষ্টা, ব্যর্থ হয়ে শিক্ষকের আত্মহত্যা, তোলপাড় ফেলা ঘটনা

আত্মহত্যার ঘটনায় শিক্ষা বিভাগে আলোড়ন পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pune teacher suicide, Pune school, Arvind Deokar suicide, Hole Vasti Primary School, Pune schools, indian express, express premium

আত্মহত্যার ঘটনায় শিক্ষা বিভাগে আলোড়ন সৃষ্টি হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলি পড়ুয়ার অভাবে ধুঁকছে। কোভিড অতিমারীর পর পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠেছে। এর মাঝেই এক প্রাথিমক স্কুল শিক্ষকের আত্মহত্যা দেশ জুড়ে তোলপাড় ফেলেছে। স্কুলে মাত্র ১০ জন পড়ুয়া। তাদের মধ্যে ৯ জনই অন্যত্র ভর্তি হওয়ায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন শিক্ষক অরবিন্দ দেওকর, যিনি আদর্শ শিক্ষক পুরস্কারে ভূষিত।

Advertisment

অরবিন্দ জ্ঞানেশ্বর দেওকর, যিনি সম্প্রতি পুনের একটি গ্রামের একটি জেলা পরিষদ স্কুলে বদলি হয়েছিলেন, তিনি শিশুদের স্কুলে ধরে রাখতে পারেননি  আর সেই হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি।  

মাত্র এক মাস আগেই পুনের ওই প্রাথমিক স্কুলে বদলি হয়ে আসেন তিনি। তার স্ত্রীও একজন শিক্ষিকা। রয়েছে ২ সন্তানও। তথ্য অনুসারে জানা গিয়েছে বেহাল ওই প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল ১০ জন। এর মাঝেই নয়টি শিশুকে অন্য বিদ্যালয়ে স্থানান্তর করেন তাদের অভিভাবকরা। বাকি একজন ছাত্রও কয়েকদিন পর স্কুলে আসা বন্ধ করে দেয়।

অরবিন্দ দেওকর বিষয়টিকে তার পেশাদার ব্যর্থতা হিসাবেই বিবেচনা করে স্কুল প্রাঙ্গণেই কীটনাশক খান। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ওই শিক্ষককে। এর কিছুদিন আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের এক আত্মীয়কে জানিয়েছিলেন পুরো বিষয়টি।

একটি হোয়াটসঅ্যাপ বার্তায়, দেওকর ব্যাখ্যা করেছিলেন তিনি স্কুলে একটি পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিলেন, নিজের হাতে ছাত্রদের সঙ্গে নিয়েই তিনি সেই পরিচ্ছন্নতা অভিযানপর্ব পরিচালনা করছিলেন। কারণ তার জন্য কো্ন অতিরিক্ত কর্মী পাওয়া যায়নি। পরের দিন, অভিভাবকরা তাদের বিরক্তি প্রকাশ করতে স্কুলে জড়ো হন এবং তাদের বাচ্চাদের সেখানে কাজ করানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অরবিন্দ দেওকরের অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সকলেই তাদের সন্তানদের অন্যত্র ভর্তি করার কারণে তিনি ধৈর্য হারিয়ে ফেলেন। কীটনাশক খাওয়ার পর গ্রামবাসীরা তাকে উরুলি কাঞ্চনের একটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে্ তাকে অন্যত্র রেফার করা হয়। সেখানে ৮ আগস্ট তার মৃত্যু হয়।

সাম্প্রতিক বছরগুলিতে প্রাথমিক বিদ্যালয়গুলি ছাত্র অভাবে ধুঁকছে। প্রত্যন্ত উপজাতীয় শহর ও গ্রামাঞ্চলে এই সমস্যা প্রকট হয়ে উঠেছে। অরবিন্দ দেওকর উনিশ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি আদর্শ শিক্ষক পুরস্কারে ভূষিতও হন। তার আত্মহত্যার ঘটনায় শিক্ষা বিভাগে আলোড়ন সৃষ্টি হয়েছে। আধিকারিকদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

pune
Advertisment