আশারাম বাপুর ছেলে নারায়ণ সাই সহ পাঁচ জনকে এক ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করল সুরাট আদালত। আগামী ৩০ এপ্রিল সাজা ঘোষণা হবে। সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে।
নারায়ণ সাইকে দোষী ঘশনা করে বিচারপতি পি এস গাধভি জানান, আগামী ৩০ এপ্রিল তার সাজা ঘোষণা হবে। ধর্ষণে অভিযুক্ত ১০ জনের মধ্যে ৫ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। এরা হলেন ধর্মিষ্ঠা মিশ্র, ভাবিকা পাটেল, কুশল ঠাকুর, এবং রমেশ মালহোত্রা। একমাত্র নারায়ণ সাই ছাড়া এই মুহূর্তে সবাই জামিনে মুক্ত।
২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে ভারতীয় দণ্ডবিধির আওতায় ধর্ষণ, অস্বাভাবিক যৌনতা, ষড়যন্ত্রমূলক অপরাধ, মারণাস্ত্র সঙ্গে রেখে দাঙ্গা লাগানোর দায়ে আটক করা হয় নারায়ণ সাইকে।
ধর্ষিতা আদালতে জানিয়েছিলেন আশারাম বাপুর আশ্রমে থাকাকালীন নারায়ণ সাই তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। নিগৃহীতার দিদি ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমেদাবাদের আশারাম বাপুর আশ্রমে ছিলেন। সেই সময় আশারামের বিরুদ্ধেও একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ আনেন তিনি।
Read the full story in English