Advertisment

বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইডির

এর আগে বৈভব গেহলটকে সমন জারি করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
"Vaibhav Gehlot, Enforcement Directorate, raids, Ashok Gehlot's son, forex violation case",

ক্ষমতাচ্যুত হতেই গেহলটের বিরুদ্ধে ইডির বিরাট পদক্ষেপ, ছেলের বাড়িতে হানা

বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দ্বারস্থ ইডি, জেনে নিন কেন আজকের এই অভিযান? আজ সকালে ইডি ঝাড়খণ্ড এবং রাজস্থানে অভিযান চালিয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর ছেলে বৈভব গেহলটের বাড়িতে হানা দিয়েছে ইডি। এর আগে বৈভব গেহলটকে সমন জারি করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বৈভব ৩০ অক্টোবর এবং ১৬ নভেম্বর ইডি অফিসে হাজিরা দেয়।

Advertisment

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের একাধিক প্রাঙ্গনে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান চালিয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফরেক্স লঙ্ঘনের মামলার তদন্তের অংশ হিসাবে কংগ্রেস নেতা এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের আস্তানায় তল্লাশি চালায়।

২০১৫ সালে জয়পুরের দুই বাসিন্দার দায়ের করা একটি অভিযোগ অনুসারে, বৈভব গেহলট 'শিবনার হোল্ডিংস' নামে একটি মরিশাস-ভিত্তিক ফার্মের সঙ্গে বেআইনি টাকা লেনদেন করেছে বলে অভিযোগ। এজন্য আড়াই হাজার শেয়ার কেনেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র। আড়াই হাজার শেয়ার কিনে তহবিল পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বৈভবের বিরুদ্ধে। ২০২৩ সালের অক্টোবরে, বৈভবকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার সামনে হাজির সওয়ার জন্য সমন জারি করা হয়। তদন্ত সংস্থা গত বছরের আগস্টে জয়পুর, উদয়পুর, মুম্বই এবং দিল্লিতে তিন দিন তল্লাশির পরে ১.২ কোটি টাকার নগদও বাজেয়াপ্ত করে।

অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তথ্য অনুযায়ী, ২০১১ সাল। ট্রাইটন হোটেলস অ্যান্ড রিসর্টস প্রাইভেট লিমিটেডের পরিচালক শিব শঙ্কর শর্মা এবং রতন কান্ত শর্মার বিরুদ্ধে ফেমার অধীনে তদন্ত শুরু হয়েছে। রতন শর্মা বৈভবের বিজনেজ পার্টনার বলে জানা গেছে।

বৈভব গেহলট রাজস্থানের তিনবারের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে, যিনি বর্তমানে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) সভাপতি। বৈভব ২০১৯ সালে যোধপুর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে নির্বাচনে হেরে যান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফরেক্স লঙ্ঘনের মামলার তদন্তের অংশ হিসাবে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে এবং কংগ্রেস নেতা বৈভব গেহলটের সঙ্গে যুক্ত একাধিক স্থানে তল্লাশি চালায়।

রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে অতি সক্রিয় হয় এনফোরসমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৈদশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে নীতি না মানার অভিযোগ মুখ্যমমন্ত্রীর ছেলে বৈভব গেহলটকে তলব করে কেন্দ্রীয় সংস্থা। মুখ্যমন্ত্রী ছেলের পাশাপাশি প্রশ্ন ফাঁস কান্ডে অভিযান চালানো হয়েছে মরুরাজ্যের প্রদেশ সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতেও। ঘটনার নিন্দা করে সরব হয়েছে কংগ্রেস। বৈভব গেহলট 'শিবনার হোল্ডিংস' নামে একটি মরিশাস-ভিত্তিক ফার্মের সঙ্গে বেআইনি টাকা লেনদেন করেছে বলে অভিযোগ। এজন্য আড়াই হাজার শেয়ার কেনেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র।

ED Ashok Gehlot
Advertisment