Advertisment

ASI: সংরক্ষিত তালিকা থেকে মুছে যাবে ১৮টি স্মৃতিস্তম্ভ , কিন্তু কেন?

বর্তমানে ASI-এর তত্ত্বাবধানে রয়েছে ৩৬৯৩টি স্মৃতিস্তম্ভ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা নেমে দাঁড়াবে ৩৬৭৫-এ।

author-image
IE Bangla Web Desk
New Update
ASI to remove 18 ‘untraceable’ monuments from its list of protected sites

ASI তার সংরক্ষিত তালিকা থেকে মুছে ফেলবে ১৮টি স্মৃতিস্তম্ভ , কিন্তু কেন?

ASI তার সংরক্ষিত তালিকা থেকে ১৮টি স্মৃতিস্তম্ভ মুছে ফেলবে। জেনে নিন কী বলছে রিপোর্ট?

Advertisment

ASI তার সংরক্ষিত তালিকা থেকে ১৮টি জাতীয় স্মৃতিস্তম্ভ মুছে দিতে চলেছে। মুছে দেওয়ার অর্থ হল সেগুলিকে রক্ষা করার কোন দায় আর কেন্দ্রীয় সংস্থার উপর কোন ভাবেই বর্তাবে না।

ASI ১৮টি কেদ্রীয়ভাবে স্মৃতিস্তম্ভের একটি তালিকা প্রকাশ করেছে। এগুলিকে এএসআই তালিকা থেকে বাদ দিতে চায়। বর্তমানে ASI-এর তত্ত্বাবধানে রয়েছে ৩৬৯৩টি স্মৃতিস্তম্ভ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা নেমে দাঁড়াবে ৩৬৭৫-এ।

গত সপ্তাহে সকারি বিজ্ঞপ্তি অনুসারে ASI ১৮টি স্মৃতিস্তম্ভের একটি তালিকা প্রকাশ করেছে। বলা হয়েছে এই সকল স্মৃতিস্তম্ভের জাতীয় গুরুত্ব এখন শেষ হয়ে গিয়েছে। তালিকায় রয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাঁসি, লখনউয়ের বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক গত বছর সংসদীয় কমিটির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিল। যাতে ২৪ টি নিখোঁজ স্মৃতিস্তম্ভের তালিকা দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ দেওয়া ১৮ টি স্মৃতিস্তম্ভ ২৪টি নিখোঁজ স্মৃতিস্তম্ভের তালিকায় রয়েছে। যেগুলির অস্বিত্ব আর নেই।

২০১৩ সালে ছিল যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) স্বাধীনতার পরে প্রথম অনুশীলনের পরে ৯২ টি স্মৃতিস্তম্ভকে "নিখোঁজ" হিসাবে ঘোষণা করেছিল। এই ৯২ টি "নিখোঁজ" স্মৃতিস্তম্ভের মধ্যে, ASI বলেছে, ৪২ টি পরে শনাক্ত করা হয়েছে, বাকি ৫০ টি স্মৃতিস্তম্ভ নখুঁজে পাওয়া যায় নি। এএসআই মনে করছে সেগুলি ভেঙে দেওয়া হয়েছে।

ASI
Advertisment