scorecardresearch

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! সরকারের ব্যর্থতা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, সরকার ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।

assam, himanta biswa sarma, assam paper leak, paper leak, class 10 board exam, class 10 paper leak, assam class 10 board exams, assam class 10 paper leak, guwahati, indian express news"

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! সরকারের ব্যর্থতা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, এই দায় আমার সরকার কোন ভাবেই ঝেড়ে ফেলতে পারেনা। ইতিমধ্যেই মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভা অধিবেশনে বলেন, সরকার ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।

অসমে দশম শ্রেণীর পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়াতেও সেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। কিন্তু কীভাবেই বা ঘটনাটি ঘটল? ইতিমধ্যে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অসম সরকার। তদন্তের শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। এর মাঝেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন চলাকালীন বলেন, ‘বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার তার দায় ঝেড়ে ফেলতে পারেনা। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মাধ্যমিকের মত বোর্ড পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে’।  

বিধানসভা অধিবেশনে তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়া একেবারেই উচিত হয়নি। এটা আমাদের সরকারের ব্যর্থতার পরিচয়। এই ব্যর্থতা আমি মাথা পেতে গ্রহণ করলাম’।

তিনি বলেন,একটি হলের ইনচার্জ এই ঘটনার সঙ্গে যুক্ত সেই সঙ্গে আরও তিন শিক্ষকও এই ঘটনার সঙ্গে জড়িত। ভবিষ্যতে অসম সরকার সেকেন্ডারি এডুকেশন বোর্ডকে আরও (SEBA) শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে”। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “অসম পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে মামলার নিষ্পত্তি করেছে। আমি অভিযুক্তকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে এবং পুলিশকে এই মামলায় আরও বিশদে তদন্ত করার আহ্বান জানাচ্ছি।”

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Assam class 10 board exam paper leak govts failure cm himanta biswa sarma