scorecardresearch

মাতৃত্বের বয়সসীমা কত? বাতলে দিলেন মুখ্যমন্ত্রী

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

assam cm Himanta Biswa Sarma says correct age for women to have babies is between 22 and 30

মহিলাদের মাতৃত্বের সঠিক বয়সসীমা কত? বাতলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা!

সরকারি এক অনুষ্ঠানে শনিবার মুখ্যমন্ত্রী শর্মা মাতৃত্বের বয়সসীমা নিয়ে মুখ খোলেন। বলেছেন, ‘ঈশ্বর আমাদের শরীরটাকে এমনভাবে তৈরি করেছে যে সবকিছুর জন্য নির্দিষ্ট বয়স রয়েছে। ২২ থেকে ৩০ বছরের মধ্যে মেয়েদের মা হওয়া উচিত। বাল্যবিবাহ বন্ধ করতে হবে, মেয়েরা যেন অল্প বয়সে মা না হয় সেকথা আমি বারবার বলছি। তবে খুব বেশি বয়সে তাদের মা হওয়া উচিত নয়। তারপর জটিলতা দেখা দিতে পারে। অল্প বয়সে প্রসবের ক্ষেত্রে যেমন জটিলতা থাকে, তেমনি ২৮, ৩০ বা ৩৫ বছর বয়সে জন্ম দেওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখা দেয়। তাই জন্ম দেওয়ার সঠিক বয়স ২২ থেকে ৩০-এর মধ্যে, তার আগে নয়, তার পরেও নয়।’

অনুষ্ঠান মঞ্চেই তাঁর পরামর্শ, ‘অনেকেই বিয়ের অপেক্ষায় আছেন। বেশি অপেক্ষা করলে অসুবিধা হতে পারে। কারণ তখনও, শরীর মাতৃত্বের ধকল নিতে পারে না। আমাদের শরীর ঈশ্বরের দ্বারা এমনভাবে তৈরি যে আমাদের ২২ থেকে ৩০-এর বছরের মধ্যে সন্তান জন্ম দিতে হবে। তাই যাঁরা এখনও বিয়ে করেননি তাদের তাড়াতাড়ি বিয়ে করা উচিত।’

আসছে কঠোর আইন। দেশে মহিলাদের বিয়ের আইন সম্মত ন্যূনতম বয়স ১৮। সেখানে অসমে ৩১ শতাংশ মেয়েরই বিয়ে হয় ১৮ বছরের কম বয়সে। তাই বাল্যবিবাহ ও অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব রোধে অসম সরকার কড়া পদক্ষেপ করতে চলেছে। অসমের যেসব যুবক ১৪ বছরের নিচে মেয়েদের বিয়ে করবে, পকসো আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হবে বলে সোমবার সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আগামী পাঁচ থেকে ছয় মাসে হাজার হাজার স্বামীদের গ্রেফতার করা হবে। কারণ বিয়ে করলেও ১৪ বছরের নিচে কোনও কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক করা আইনত অপরাধ।।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Assam cm himanta biswa sarma says correct age for women to have babies is between 22 and