৬০০ কোটি টাকার কৃষিঋণ মকুব করল আসাম

কিষাণ ক্রেডিট কার্ড এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, দুটি ক্ষেত্র থেকে নেওয়া ঋণই এই প্রকল্পের আওতায় পড়বে। এ ছাড়াও রাজ্য সরকার সুদ মকুবের জন্য একটি পৃথক প্রকল্প অনুমোদন করেছে।

কিষাণ ক্রেডিট কার্ড এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, দুটি ক্ষেত্র থেকে নেওয়া ঋণই এই প্রকল্পের আওতায় পড়বে। এ ছাড়াও রাজ্য সরকার সুদ মকুবের জন্য একটি পৃথক প্রকল্প অনুমোদন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৬০০ কোটি টাকার কৃষিঋণ মকুব

ছশো কোটি টাকা কৃষিঋণ মকুব করল আসাম সরকার। এর ফলে উপকৃত হবেন রাজ্যে আট লক্ষ কৃষক। আসাম সরকারের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

Advertisment

এই প্রকল্পে সরকার কৃষকদের ঋণের ২৫ শতাংশ পর্যন্ত মকুব করবে, তবে এই মকুবের অঙ্ক কখনওই ২৫ হাজার টাকা ছাড়াতে পারবে না বলে জানিয়েছেন আসাম সরকারের মুখপাত্র এবং তথা মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি।

কিষাণ ক্রেডিট কার্ড এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, দুটি ক্ষেত্র থেকে নেওয়া ঋণই এই প্রকল্পের আওতায় পড়বে। এ ছাড়াও রাজ্য সরকার সুদ মকুবের জন্য একটি পৃথক প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের ১৯ লাখ কৃষক আগামী অর্থবর্ষে বিনা সুদে ঋণ নিতে পারবেন বলে পাটোয়ারী জানিয়েছেন। সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন, গত এক বছরে কমেছে রোজগার, আয়কর রিটার্নে দেখাল বিজেপি

Advertisment

পাটোয়ারী বলেন, "ঋণ মকুব প্রকল্পে এখনও পর্যন্ত নেওয়া কৃষিঋণের ২৫ শতাংশ মকুব করা হবে। এই মকুবের পরিমাণ ২৫ হাজার টাকা ছাড়াতে পারবে না। এই প্রকল্পে মোট ৮ লক্ষ কৃষক উপকৃত হবেন।"
এই প্রকল্পের ফলে রাজ্যের ওপর ৬০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে এই অর্থবর্ষে। পরবর্তী আর্থিক বছরের জন্য এই প্রকল্পগুলির জন্য বাজেট বরাদ্দ রাখা হবে।

কেসিসি থেকে ঋণ নিলে ১০ হাজার টাকা পর্যন্ত ভরতুকি দেওয়ার প্রস্তাবও মন্ত্রিসভায় গৃহীত হয়েছে।

পাটোয়ারি বলেছেন, "কৃষকদের জন্য চার শতাংশ পর্যন্ত সুদ মকুব প্রকল্পও থাকছে। পরবর্তী আর্থিক বছর থেকে যাতে কৃষকরা বিনা সুদে শস্যঋণ পান তার জন্যও বিশেষ প্রকল্প থাকছে।" এর ফলে ১৯ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছেন পাটোয়ারি।

রাজ্যে স্বাধীনতা সংগ্রামীদের পেনশনের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Assam