টানা বৃষ্টির জেরে ভূমিধসের কবলে পড়ল অসম। দক্ষিণ অসমের বরাক উপত্য়কায় ভূমিধসের জেরে ২১ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিধসের কবলে পড়েছে বরাক উপত্য়কার তিন জেলা কাছার, করিমগঞ্জ ও হাইলাকান্দি। মঙ্গলবার সকালে ভূমিধসের ঘটনা ঘটে। ইতিমধ্য়েই উদ্ধারকাজ শুরু হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।
অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা যাচ্ছে, কাছার জেলার লখিপুর রেভিনিউ সার্কেল এলাকায় ৭ জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে ৪ শিশু রয়েছে। করিমগঞ্জ জেলার নীলমবাজার রেভিনিউ সার্কেল এলাকায় ৬ জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে ৩ শিশু রয়েছে। হাইলাকান্দি জেলার হাইলাকান্দি রেভিনিউ সার্কেল এলাকায় ৮ জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে রয়েছে ২ শিশু।
আরও পড়ুন: অসমের তেলকূপে বিস্ফোরণ, ৭ দিন পরেও বেরোচ্ছে প্রাকৃতিক গ্য়াস
এদিন, এ ঘটনা প্রসঙ্গে টুইট করেছেন অসমের মুখ্য়মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। টুইটারে তিনি লিখেছেন, ''বরাক উপত্য়কায় টানা বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনায় মর্মাহত''। তিনি আরও জানিয়েছেন, ''উদ্ধারকাজ চালানোর জন্য় কাছার, হাইলাকান্দি, করিমগঞ্জ জেলা প্রশাসন ও এসডিআরএফকে নির্দেশ দিয়েছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবরকম সাহায্য়ের নির্দেশ দিয়েছি''।
উল্লেখ্য়, গত সপ্তাহ থেকে টানা বর্ষণের জেরে অসমের একাধিক জেলায় বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে। গত সোমবার পর্যন্ত ২ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় ৯ জনের মৃত্য়ু হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন