New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/assam-landsslide-759.jpg)
অসমে ধস।
ভূমিধসের কবলে পড়েছে বরাক উপত্য়কার তিন জেলা কাছার, করিমগঞ্জ ও হাইলাকান্দি।
অসমে ধস।
টানা বৃষ্টির জেরে ভূমিধসের কবলে পড়ল অসম। দক্ষিণ অসমের বরাক উপত্য়কায় ভূমিধসের জেরে ২১ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিধসের কবলে পড়েছে বরাক উপত্য়কার তিন জেলা কাছার, করিমগঞ্জ ও হাইলাকান্দি। মঙ্গলবার সকালে ভূমিধসের ঘটনা ঘটে। ইতিমধ্য়েই উদ্ধারকাজ শুরু হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।
অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা যাচ্ছে, কাছার জেলার লখিপুর রেভিনিউ সার্কেল এলাকায় ৭ জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে ৪ শিশু রয়েছে। করিমগঞ্জ জেলার নীলমবাজার রেভিনিউ সার্কেল এলাকায় ৬ জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে ৩ শিশু রয়েছে। হাইলাকান্দি জেলার হাইলাকান্দি রেভিনিউ সার্কেল এলাকায় ৮ জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে রয়েছে ২ শিশু।
আরও পড়ুন: অসমের তেলকূপে বিস্ফোরণ, ৭ দিন পরেও বেরোচ্ছে প্রাকৃতিক গ্য়াস
Deeply anguished at the loss of lives due to landslides triggered by incessant rain in Barak valley.
I have directed Cachar, Hailakandi & Karimganj district administrations and SDRF to step up rescue, relief operations and facilitate all possible help needed to those affected.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) June 2, 2020
এদিন, এ ঘটনা প্রসঙ্গে টুইট করেছেন অসমের মুখ্য়মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। টুইটারে তিনি লিখেছেন, ''বরাক উপত্য়কায় টানা বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনায় মর্মাহত''। তিনি আরও জানিয়েছেন, ''উদ্ধারকাজ চালানোর জন্য় কাছার, হাইলাকান্দি, করিমগঞ্জ জেলা প্রশাসন ও এসডিআরএফকে নির্দেশ দিয়েছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবরকম সাহায্য়ের নির্দেশ দিয়েছি''।
উল্লেখ্য়, গত সপ্তাহ থেকে টানা বর্ষণের জেরে অসমের একাধিক জেলায় বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে। গত সোমবার পর্যন্ত ২ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় ৯ জনের মৃত্য়ু হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন