১৫ নয়, ১০টি নথির মাধ্যমে এন আর সি-তে নাম তুলতে পারবেন আসামের ৪০ লাখ বাসিন্দা, মত শীর্ষ আদালতের

শীর্ষ আদালতের কাছে বন্ধ খামে যে সুপারিশ এসেছে, তার কোনও কপি অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালকে দেয়নি আদালত।

শীর্ষ আদালতের কাছে বন্ধ খামে যে সুপারিশ এসেছে, তার কোনও কপি অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালকে দেয়নি আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবারের সময়সীমা ৩০ জুন, ২০১৯

১৫টি নয়, পরিচয়ের ১০ টি প্রমাণপত্র গ্রাহ্য হবে আসাম এন আর সি-তে নাম নথিভুক্তির জন্য। সুপ্রিম কোর্ট বুধবার এই ১০ ধরনের প্রমাণপত্র বেছে নিয়ে এ ব্যাপারে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে। আসামের নাগরিকপঞ্জিতে নাম তোলার জন্য এর আগে ১৫টি প্রমাণপত্র গ্রহণযোগ্য বলে স্থির করা হয়েছিল।

Advertisment

বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি ফলি নরিম্যানের বেঞ্চ এদিন এই ১০টি নথি বেছে নেয়। এর আগে আসাম এন আর সি-র রাজ্য কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা এন আর সি থেকে বাদ পড়া ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ স্থির করার জন্য ১৫ টি প্রমাণপত্রের সুপারিশ করেছিলেন। এই ১৫টি প্রমাণপত্রের মাধ্যমেই ৪০ লক্ষ মানুষ এন আর সি-তে নাম নথিভুক্ত করতে পারবেন বলে জানিয়েছিলেন প্রতীক হাজেলারা।

শীর্ষ আদালতের কাছে বন্ধ খামে যে সুপারিশ এসেছে, তার কোনও কপি অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালকে দেয়নি আদালত।

কোন ১৫টি নথির প্রস্তাব আসাম থেকে এসেছিল তা জানতে চেয়েথিলেন অ্যাটর্নি জেনারেল। এ ব্যাপারে বিচারপতি গগৈ বলেন, ‘‘অ্য়াটর্নি জেনারেল এন আর সি-র রাজ্য কো অর্ডিনেটরের পাঠানো রিপোর্ট জানতে চেয়েছেন, এখনকার পরিস্থিততে আমরা মনে করছি, আমাদের নির্দেশই যথেষ্ট।

Advertisment

যে ১০ টি নথি শীর্ষ আদালত নির্দিষ্ট করেছে সে  নিয়ে কেন্দ্র ও অন্যান্য স্টেকহোল্ডারদের মতামত চেয়ে শীর্ষ আদালত আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

গত ৩০ জুলাই আসাম এন আর সি-র পূর্ণাঙ্গ খসড়া প্রকাশিত হয়েছিল। ওই খসড়া থেকে বাদ পড়েছেন আসামের ৪০ লাখ বাসিন্দা।

supreme court nrc