আসাম এনআরসি-তে নাম তোলার জন্য এবং এন আর সি তালিকা নিয়ে আপত্তি জানানোর জন্য় নতুন দিন ঘোষণা করা হল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে।
গত ৩০ জুলাই আসাম এন আর সি তালিকার চূড়ান্ত খশড়া প্রকাশিত হয়। সেখানে মোট ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি মানুষের নাম ছিল। ৪০.০৭ লক্ষ আবেদনকারীর নাম আসামের এই ঐতিহাসিক নথি থেকে বাদ পড়েছে। এন আর সি নথির মাধ্যমেই স্থির হবে আসামের নাগরিকত্ব।
আরও পড়ুন, সব রাজ্যে এন আর সি প্রয়োজন, বললেন আসামের মুখ্যমন্ত্রী
এ খশড়া নিয়ে আপত্তি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে সবচেয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, এই এন আর সি-র মাধ্যমে মুসলমানদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে।
আসাম এন আর সি-তে সেই সব নাগরিকদের নাম নথিভুক্ত হবে, যাঁরা ২৫ মার্চ, ১৯৭১-এর আগে থেকে আসামে বাস করছেন।
এন আর সি-র আবেদন প্রক্রিয়া ২০১৫ সালের মে মাসে শুরু হয়েছিল। সারা আসাম জুড়ে ৬৮.২৭ লক্ষ পরিবারে কাছ থেকে পাওয়া গিয়েছিল ৬.৫ কোটি নথি।
এর আগে এনআরসি-তে নাম নথিভুক্তির জন্য মোট ১০ টি নথি গ্রাহ্য হবে বলে জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।
গত ৫ সেপ্টেম্বর বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ এ কথা জানায়। তার আগে আসাম এন আর সি-র রাজ্য কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা এন আর সি থেকে বাদ পড়া ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ স্থির করার জন্য ১৫ টি নথিকে মান্যতা দেওয়ার সুপারিশ করেছিলেন।