NRC Assam Final Draft List 2019: অনলাইনে প্রকাশিত হল আসামে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। আজ থেকে অনলাইনে এনআরসির তালিকা দেখা যাবে। এনআরসি তালিকায় নাম উঠেছে কিনা, প্রত্যেক আসামবাসী অনলাইনে তা দেখতে পাবেন। উল্লেখ্য, গত ৩১ অগাস্ট প্রকাশ করা হয়েছে এনআরসি-র চূড়ান্ত তালিকা। ৩.২৯ কোটি মানুষ এনআরসিতে নাম নথিভুক্তের জন্য আবেদন করেছিলেন। গত বছরের ৩০ জুলাই এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৪০ লক্ষ আবেদনকারীর নাম। চলতি বছরের ২৬ জুন এনআরসি তালিকা থেকে আরও ১.০৩ লক্ষ নাম বাদ পড়েছিল।
src="https://www.youtube.com/embed/nct4VBZ4wBk" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
অনলাইনে কীভাবে দেখবেন এনআরসিতে নামের তালিকা?
www.nrcassam.nic.in অথবা www.assam.mygov.in ওয়েবসাইটে লগ ইন করে দেখা যেতে পারে চূড়ান্ত তালিকা। এই দুই ওয়েবসাইটের “Supplementary Inclusions/Exclusions Lists (Final NRC) status” লিঙ্কে ক্লিক করে টাইপ করতে হবে আবেদনকারীর অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন)। এর মাধ্যমেই জানা যাবে তালিকাতে সংশ্লিষ্ট আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা।
আরও পড়ুন: Assam NRC Final List 2019: আসাম এনআরসি: কীভাবে দেখবেন নামের তালিকা? জেনে নিন
অন্যদিকে, এনআরসি তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা বিশেষ আদালতে আবেদন করার সুযোগ পাবেন। ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তালিকাছুটরা। তাঁদের ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে। সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তালিকা থেকে নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গেই কাউকে বিদেশি হিসেবে গণ্য করা হবে না। এই ট্রাইব্যুনালে আবেদন করে যদি কেউ হেরে যান, তাহলে তাঁরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। অন্যদিকে, যদি কারও নাম এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে, আবার ট্রাইব্যুনালেও হেরে যান ওই আবেদনকারী, তাহলে গ্রেফতারির মুখে পড়তে পারেন তিনি। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল আশ্বাস দিয়েছেন, ‘‘তালিকাছুটদের আইনি সাহায্যের জন্য সবরকম সাহায্য করবে রাজ্য সরকার’’।
Read the full story in English