Advertisment

এনআরসি তালিকায় নাম না থাকলেই বিদেশি নয়, জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
assam nrc

৪০ লক্ষের নাম বাদ পড়েছে, অন্তর্ভুক্তির আবেদন করেননি ৩.৮ লক্ষের কাছাকাছি

আসামে এনআরসি তালিকায় যাঁদের নাম উঠবে না, তাঁরা যাতে আবেদন করতে পারেন সে জন্য যথাযথ ব্যবস্থা করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। আগামী ৩১ অগাস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

Advertisment

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, যাঁদের নাম এনআরসি তালিকাভুক্ত হবে না, তাঁরা ফরেনার্স ট্রাইবুনালের সামনে হাজির হয়ে নিজেদের আবেদন জানাতে পারবেন। মন্ত্রকের তরফ থেকে ব্যাখ্যা করে বলা হয়েছে, এনআরসি-র চূড়ান্ত তালিকায় কারও নাম না থাকার অর্থ এই নয় যে তাঁকে বিদেশি বলে ঘোষণা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, "ফলে এনআরসি তালিকায় কোনও ব্যক্তির নাম না থাকার মানে তাঁকে বিদেশি হিসেবে ঘোষণা করা হল এমন নয়।"

আরও পড়ুন, ফরেনার্স ট্রাইবুনাল কী ভাবে কাজ করে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, "কোনও ব্যক্তির নাম এনআরসি থেকে বাদ পড়লে তাঁর সে ব্যাপারে আবেদন করার সমস্ত রকম বন্দোবস্ত করবে রাজ্য সরকার। প্রত্যেক ব্যক্তি, যাঁদের নাম চূড়ান্ত এনআরসি-তে নেই, তিনি এ ব্যাপারে ফরেনার্স ট্রাইবুনালের কাছে নিজের বক্তব্য রাখতে পারবেন।"

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সোমবার ইঙ্গিত দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ অগাস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও, যদি তা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে গণনাপ্রক্রিয়া সম্পর্কে একটি আইন কার্যকর করা হতে পারে।

গত সপ্তাহে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল আসাম এনআরসি ৩১ অগাস্টই প্রকাশ করতে হবে।

এ বছরের জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রকের এক হলফনামায় ইঙ্গিত দেওয়া হয়েছে আসল নাগরিকরা তালিকাভুক্ত না হতে পারেন এবং বিদেশীরা তালিকায় স্থান পেতে পারেন। রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা খারাপ হয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট পুনর্যাচাইয়ের আবেদন খারিজ করে দেয় এবং সময়সীমা ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দেয়।

Read the Full Story in English

nrc
Advertisment