Advertisment

আসাম এনআরসি আপডেটের সময়সীমা বাড়ল

২০১৩ সালের ৬ ডিসেম্বর অনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তিন বছরের সময়সীমা ধার্য করেছিল সরকার। এর পর থেকে নিয়মিত ব্যবধানে এই সময়সীমা বর্ধিত হতে থেকেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবারের সময়সীমা ৩০ জুন, ২০১৯

আসামের এনআরসি আপডেটের সময়সীমা ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র। নয়া সময়সীমা ৩০ জুন, ২০১৯।  ভারতের রেজিস্ট্রার জেনারেলের তরফ থেকে এক নোটিফিকেশনে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর, ২০১৮-র মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।

Advertisment

রেজিস্ট্রার জেনারেল শৈলেশের তরফ থেকে জারি করা এই নোটিফিকেশনে বলা হয়েছে, জনস্বার্থে এনআরসি আপডেট করা জরুরি বলা মনে করছে কেন্দ্র, এবং এই প্রক্রিয়া ২০১৯ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন হবে।

২০১৩ সালের ৬ ডিসেম্বর অনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তিন বছরের সময়সীমা ধার্য করেছিল সরকার। এর পর থেকে নিয়মিত ব্যবধানে এই সময়সীমা বর্ধিত হতে থেকেছে।

গত ৩০ জুলাই খসড়া এন আর সি-র খশড়া তালিকা প্রকাশ করা হয়। ৩.২৯ কোটি আবেদনের মধ্যে ২.৯ কোটি নাম ওই খশড়ায় উঠেছিল। ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া নিয়ে তোলপাড় হয় ভারতীয় রাজনীতি।

বর্তমান অবস্থায় খশড়া এনআরসি তে নাম তোলা এবং আপত্তি জানানোর শেষ দিন ৩১ ডিসেম্বর। এর পরেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা।

নাম তোলা এবং আপত্তি জানানোর জন্য গোটা আসামে ২৫০০ সেবা কেন্দ্র খোলা হয়েছে। এই সেবা কেন্দ্রগুলিতে জনগণ তাঁদের আবেদন জানাতে পারবেন। খশড়া তালিকার নাম সংশোধন কিংবা কোনও নামে আপত্তিও জানানো যাবে সেবা কেন্দ্রগুলিতে।

সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি প্রক্রিয়া চলছে। মূলত বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

nrc
Advertisment