Advertisment

জঙ্গিহানায় সপরিবারে শহিদ কর্নেল, 'বলিদান দেশ কোনওদিন ভুলবে না', টুইট মোদীর

অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের কনভয়ে আচমকা গেরিলা কায়দায় হামলা চালায় জঙ্গিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi condemn the attack on the Assam Rifles convoy in Manipur

জঙ্গিহানায় সপরিবারে কর্নেলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর।

মণিপুরে ভয়াবহ জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে শহিদ হলেন অসম রাইফেলসের এক কমান্ড্যান্ট। মৃত্যু হয়ে তাঁর পরিবারের দুই সদস্য এবং আরও চারজনের। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার সিংঘাত মহকুমায়।

Advertisment

জানা গিয়েছে, শনিবার সকাল দশটা নাগাদ সাহকেন গ্রামের কাছে এই হামলা হয়। এই গ্রামটি ভারত-মায়ানমার সীমান্তের নিকটবর্তী পিলার নম্বর ৪৩-এর কাছে। অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের কনভয়ে আচমকা গেরিলা কায়দায় হামলা চালায় জঙ্গিরা। কনভয়টি ঘিরে ফেলে জঙ্গিরা তারপর এলোপাথাড়ি গুলি চালায়। সেই হামলায় শহিদ হন কমান্ড্যান্ট বিপ্লব ত্রিপাঠী। মৃত্যু হয় তাঁর স্ত্রী এবং ৯ বছরের ছেলে ছেলে-সহ ছয় জনের। জানা গিয়েছে, তিনি বেহিয়াং কোম্পানি পোস্ট থেকে বেস পয়েন্ট ফিরছিলেন। তখনই এই হামলা হয়।

এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সূত্রের খবর, নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর এই হামলার নেপথ্যে থাকতে পারে। ইম্ফল থেকে ১২২ কিমি দূরে বেহিংয়া গ্রামটি ভারত-মায়ানমার সীমান্তের কাছে। মনে করা হচ্ছে, হামলা চালিয়ে জঙ্গলের পথ ধরে মায়ানমার পালিয়ে গিয়েছে জঙ্গিরা। তাঁদের খোঁজে মণিপুর রাজ্য পুলিশ এবং আধাসেনার যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, "তীব্র নিন্দা জানাই অসম রাইফেলসের কনভয়ে এই হামলার। জঙ্গি হামলায় শহিদ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই। এঁদের বলিদান কোনওদিন ভোলা যাবে না।"

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি লিখেছেন, "কাপুরুষোচিত হামলায় অসম রাইফেলসের কনভয়ের উপর। অত্যন্ত দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক। নিন্দনীয় ঘটনা। দেশ পাঁচজন বীর সৈনিককে হারাল। তাঁদের মধ্যে ছিলেন একজন কম্যান্ডিং অফিসার এবং তাঁর পরিবারের দুই সদস্য। স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা। দোষীদের উচিত শাস্তি হবে শীঘ্রই।"

আরও পড়ুন কোনও বিরোধী শক্তিই বিজেপিকে হারাতে পারবে না: অমিত শাহ

ঘটনায় শোকপ্রকাশ করে টুইটে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং লিখেছেন, "অসম রাইফেলসের কনভয়ে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। ঘটনায় কম্যান্ডিং অফিসার-সহ তাঁর পরিবারের সদস্য ও কয়েক জন সেনা নিহত হয়েছেন। রাজ্য পুলিশ এবং আধাসেনা বাহিনী জঙ্গিদের খুঁজে বের করার কাজে নেমেছে। দোষীদের উচিত শাস্তি দেওয়া হবে।"

টুইট করে হামলার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, গোটা দেশ বিচারের জন্য অপেক্ষা করছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Assam Rifles Manipur Militant Attack
Advertisment