Assembly elections in J&K And Hariyana: জম্মু ও কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার বলেছেন, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ অক্টোবর।
একই সময়ে, ১ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর ফল ঘোষণা করা হবে। সিইসি বলেন, 'জম্মু ও কাশ্মীরে মোট ৯০ টি আসনে ভোটপর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭৪ টি সাধারণ, ৯টি এসটি এবং ৭টি এসসি। মোট ভোটার সংখ্যা ৮৭.০৯ লক্ষ যার মধ্যে ৪৪.৪৬ লক্ষ পুরুষ এবং ৪২.৬২ লক্ষ মহিলা ভোটার। জম্মু ও কাশ্মীরে তরুণ ভোটারের সংখ্যা ২০ লাখ। হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ৩ নভেম্বর ও ২৬ নভেম্বর। এর আগে নির্বাচন কমিশনের বিশেষ দল হরিয়ানা ও জম্মু ও কাশ্মীর সফর করেছে।
জম্মু-কাশ্মীরের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বচন কমিশন। ১৮ সেপ্টেম্বর থেকে ৩ দফায় জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। পাশাপাশি হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১লা অক্টোবর। ফলপ্রকাশ হবে ৪ অক্টোবর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর মোট তিন দফায় জম্মু-কাশ্মীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন - < Dhaka-Delhi Relation : ‘ঘনিষ্ঠভাবে সঙ্গে কাজ করতে চাই’, ভারতকে বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের >
হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩রা নভেম্বর। অপর দিকে আগামী ৩০ সেপ্টেম্বরের আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করার জন্য কমিশনকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, 'জম্মু ও কাশ্মীরে মোট ভোটারের সংখ্যা ৮৭.০৯ লক্ষ, যার মধ্যে ৪৪.৪৬ লাখ পুরুষ এবং ৪২.৬২ লাখ মহিলা ভোটার। জম্মু ও কাশ্মীরে তরুণ ভোটারের সংখ্যা ২০ লাখ। মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে জম্মু ও কাশ্মীরের ৯০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৭৪টি সাধারণ এবং ১৬ টি সংরক্ষিত। মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছেন, ৩৭০ ধারা বাতিলের পরে, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও, এখন এখানে মোট ৯০ টি বিধানসভা আসন রয়েছে। আমরা চাই জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রের শিকড় মজবুত হোক।
অপরদিকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, 'হরিয়ানায় মোট ভোটার সংখ্যা ২.০১ কোটি, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১.০৬ কোটি, মহিলা ভোটারের সংখ্যা ০.৯৫ কোটি৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১লা অক্টোবর। ভোটের ফলপ্রকাশ ৪ অক্টোবর।