ফের আতঙ্ক! দেশজুড়ে হুহু করে ছড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমণ লাফিয়ে বাড়ল ৪০ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩হাজার ১৬ জন। যা গতকালের থেকে একলাফে ৪০ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে দৈনিক পজিটিভিটি রেট ২.৭ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ, সেই সঙ্গে একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৮৬২। মহারাষ্ট্র একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। দিল্লিতে ২জন হিমাচল প্রদেশে একজনের মৃত্যুর পাশাপাশি কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৭৮ শতাংশ।
মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা যেমন মুম্বই, পুনে, থানে এবং সাংলিতেও কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, অনেকেই এখনও কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়নি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে রাজ্যে এখনও ১ কোটির বেশি মানুষ বুস্টার ডোজ নেননি। দিল্লিতে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০০ জন। ১৬ই জানুয়ারি যেখানে দিল্লির সংক্রমণ শূন্য ছুঁয়েছিল।