Advertisment

দেশে করোনার বিরাট জাম্প! একদিনে আক্রান্তের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই

অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৩৮৯

author-image
IE Bangla Web Desk
New Update
"coronavirus,covid 19,india covid 19 cases,coronavirus cases in india"

একদিনেই করোনার বলি ২৬

বিরাট জাম্প। একদিনে আক্রান্তের সংখ্যা চারহাজার ছুঁইছুঁই, ভয় ধরাচ্ছে করোনা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮২৪ জন। যা গতকালের তুলনায় ২৮ শতাংশ বেশি। সেই সঙ্গে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৩৮৯। শুক্রবার, দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩,০৯৫ এবং শনিবার তা সামান্য কমে দাঁড়ায় ২,৯৯৫।

Advertisment

এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, সক্রিয় রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৩৮৯। যা সামগ্রিক সংক্রমণের ০.০৪% । অন্যদিকে, সুস্থতার হার বেড়ে হয়েছে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৭% এবং এখন পর্যন্ত, কোভিডে মোট ৫,৩০,৮৮১ জন (১.১৯%) প্রাণ হারিয়েছেন। অন্যদিকে টিকা দেওয়ার ক্ষেত্রে, দুই বছর আগে ১৬ জানুয়ারি শুরু হওয়া দেশব্যাপী টিকাদান কর্মসূচীর অধীনে কোভিড ১৯ ভ্যাকসিনের ২.২ বিলিয়ন ডোজ টিকাদানের কাজ সম্পুর্ণ হয়েছে।  

ভারতের একাধিক রাজ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড আক্রান্তের সংখ্যা।  মহারাষ্ট্র এবং দিল্লির মতো রাজ্যগুলি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা। তবে স্বাস্থ্যমন্ত্রক জনসাধারণকে কোভিড বিধি মেনে চলার ওপর জোর দিলেও  আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। গত ২২ শে মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোভিড পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছিলেন।

Corona India
Advertisment