ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর-কনেসহ প্রায় ১০০ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ইরাকের নিনেহ প্রদেশে এই বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখানে একটি বিয়ের অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুনে লেগে যায়। এই দুর্ঘটনা শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত নিনেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি বড় দুর্ঘটনা ঘটেছে। আগুনে ঝলসে বর-কনেসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দেড়শো জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
ঘটনাটি ঘটেছে নেনেহ প্রদেশে, রাজধানী বাগদাদের প্রায় ৩৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আতশবাজি থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। মর্মান্তিক ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আগুন লাগার পর দমকল কর্মীদের খবর দেওয়া হয়। আগুন নেভাতেও তাদের বেশ বেগ পেতে হয়। ইরাক বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, আগুনের কারণে কয়েক মিনিটের মধ্যে হলের কিছু অংশ ধসে পড়ে। এই ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানী শোক প্রকাশ করেছেন। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারে (আগের টুইটার) এক পোস্টে এই তথ্য দিয়েছে। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সাহায্যের দেওয়ার নির্দেশ দিয়েছেন।