Canada Toronto Shooting: কানাডার টরন্টোর পাব-এ নির্বিচারে গুলি! হামলায় ১১ জন আহত, তদন্তে পুলিশ। যদিও ঘটনায় সন্দেহভাজন এখনও পলাতক। টরন্টোর মেয়র অলিভিয়া চাও এক্স-এ এক পোস্টে লিখেছেন,‘স্কারবোরোতে পাবে গুলিকান্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১০.৪০ মিনিটে গুলিচালনার ঘটনাটি ঘটে। উল্লেখ্য, ২০২২ সালেও কানাডার নোভা স্কোটিয়ায় একটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যেখানে ২২ জনের মৃত্যু হয়।
গতকালের ঘটনার জেরে পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে সন্দেহভাজনরা এখনও পলাতক, এবং তাঁদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্দুকধারীর পরিচয়, হামলার উদ্দেশ্য বা হামলায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে তা পুলিশকে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। টরন্টোতে দিনের পর দিন গুলি চালনার ঘটনা বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কানাডার টরন্টোর একটি পাব-এ গুলি চালানোর ঘটনা ঘটেছে। এক ব্যক্তি হঠাৎ পাবের ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় পালানোর সুযোগটুকু পাননি পাবে উপস্থিত মানুষজন। ঘটনায় এখন পর্যন্ত ১১ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে পুলিশ হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। কেন এই গুলি চালানোর ঘটনা, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীর সঙ্গে কারুর কোন ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।