ভয়াবহ বাস দুর্ঘটনা! সোমবার হিমাচল প্রদেশের কুল্লু জেলায় বেসরকারি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় কয়েকজন শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন 'সকাল সাড়ে ৮টার দিকে জংলা গ্রামের কাছে সাঁজগামী বাসটি খাদে পড়ে যায়, এতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে'।
পাশাপাশি তিনি বলেন ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারবর্গকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
আরও পড়ুন: <কিছুতেই যাচ্ছে না করোনা উদ্বেগ, আরও বাড়ল অ্যাক্টিভ কেস>
আরও পড়ুন: <স্কুলেও নজর মোদীর, শিক্ষকদের নিত্য হাজিরায় অভিনব পথ বাতলে দিলেন নমো!>
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। তিনি বলেন 'পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। জোর কদমে উদ্ধারকার্য চালানো হচ্ছে'