/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/lighting.jpg)
গত ৩৬ ঘণ্টা ধরে বিহারে টানা বজ্রপাত-সহ বৃষ্টিতে প্রাণ হারালেন ২৯ জন। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে বিহার সরকার।
पटना से वाल्मीकिनगर तक गंडक नदी के संवेदनशील तटबंधों का हवाई सर्वेक्षण करते हुए।https://t.co/LBLweyYafQpic.twitter.com/DGZ7YyCt8c
— Nitish Kumar (@NitishKumar) July 16, 2019
বিহারের জামুই জেলায় বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে আট জনের। পাশাপাশি, মঙ্গলবার ঔরাঙ্গবাদে মারা গিয়েছেন সাত জন। ভাগলপুর, নালন্দা এবং সাসারামে মৃতের সংখ্যা মোট ছয়। অন্যদিকে মুঙ্গের, আরওয়াল এবং কাটিহারে বজ্রপাতের জেরে মারা গিয়েছেন তিন জন। ২০ জুলাই প্রাণ হারিয়েছেন ১১ জন।
আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, অধীর অপেক্ষায় কলকাতাবাসী
মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বজ্রপাত থেকে সুরক্ষিত থাকার পদ্ধতি জানিয়ে এই মুহূর্তে বিহার জুড়ে প্রচার করছে বিপর্যয় মোকাবিলা বিভাগ। বৃষ্টিপাতের সময় মাঠে কাজ করতেও নিষেধ করছে সরকার।
Read the full story in English